স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কাল্পনিক: জামায়াত
‘দেশে চলমান জঙ্গিবাদী কর্মকাণ্ডে জামায়াত-শিবিরের ইন্ধন রয়েছে’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি দাবি করেছে, জামায়াত জঙ্গিবাদের সঙ্গে নেই, জঙ্গিবাদে এই দলের কোনো ইন্ধনও নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘মিথ্যা’ ও ‘কাল্পনিক’ বলে দাবি করেছে দলটি।
শুক্রবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক জঙ্গিবাদী কর্মকাণ্ডে যাদেরকেই আমরা ধরেছি, জিজ্ঞাসাবাদে তারা সবাই স্বীকার করেছে কোনো না কোনো সময় বা এখনো জামায়াত-শিবিরের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল। তারা একই সঙ্গে জামায়াত শিবিরের সরাসরি ক্যাডার এবং জঙ্গি সংগঠনের সঙ্গেও জড়িত।’
শুক্রবার রাতে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গোয়েন্দাদের বরাত দিয়ে জঙ্গিবাদের প্রতি জামায়াত ও ছাত্রশিবিরের ইন্ধন থাকার যে ইঙ্গিত দিয়েছেন তা মোটেই সত্য নয়।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করে। জঙ্গিদের সঙ্গে জামায়াত ও ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। কাজেই গ্রেপ্তারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে জামায়াত ও ছাত্রশিবিরের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করার প্রশ্নই আসে না।’
বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ‘গুলশানে হামলার ঘটনার রাতে জঙ্গিদের গ্রেপ্তারের অভিযান শুরুর পূর্বেই একমাত্র জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রদত্ত বিবৃতিতে দাবি জানানো হয়েছিল যে, হামলাকারী জঙ্গিদের যেন জীবন্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়, যাতে দেশবাসী জঙ্গিদের পরিচয় জানতে পারে এবং কারা এ হামলার পেছনে রয়েছে তাও জানতে পারে। জামায়াত সন্ত্রাসমুক্ত, সৎ ও স্বচ্ছ গণতান্ত্রিক ধারার রাজনীতি করে বলেই সৎ সাহসের সাথে এ দাবি জানিয়েছিল। এ থেকেই প্রমাণিত হয় যে, কোনো ধরনের জঙ্গিবাদী সন্ত্রাসী তৎপরতার সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন