স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই বিভাগে বিভক্ত করে প্রজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ‘জননিরাপত্তা’ ও ‘সুরক্ষা সেবা’ নামে দুটি বিভাগে বিভক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে স্বরাষ্ট্র, শিক্ষা ও স্বাস্থ্য—এ তিনটি মন্ত্রণালয়কে ভাগ করে ছয়টি বিভাগ করার প্রস্তাব অনুমোদন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) রবিউল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
প্রশাসনিক কাজে গতি আনতে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই বিভাগ (ডিভিশন) করার সিদ্ধান্ত নেয় সরকার। জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ নামে এ দুই বিভাগে দুজন সচিবকে দায়িত্ব দেওয়া হবে।
গত বছরের ১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের উচ্চ পর্যায়ের এ সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালকে একটি চিঠি পাঠায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে রাজনৈতিক ও আইসিটি, পুলিশ, আনসার ও সীমান্ত, আইনশৃঙ্খলা, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন অনু বিভাগ থাকবে। অন্যদিকে সুরক্ষা সেবা বিভাগের অধীনে থাকবে নিরাপত্তা ও এনটিএমসি (ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার), অগ্নি ও মাদকদ্রব্য, আইনশৃঙ্খলা, বহিরাগমন, কারা ও সমন্বয়, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন অনু বিভাগ।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন