স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে নগ্ন ছবি তুলে পোস্ট করতেন এই নারী কর্মচারী!
বেলজিয়ামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পুরনো নারী কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্ত্রণালয়ের অফিসের মধ্য নিজের নগ্ন ছবি তুলে পোস্ট দিয়েছেন সোশাল মিডিয়ায়।
অজ্ঞাতনামা ওই নারী অফিসের লিফটের মধ্যে এবং মিটিং রুমে নগ্ন ছবি তুলে তা টুইটারসহ অন্যান্য সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন।
এই সরকারী কর্মচারী মন্ত্রণালয়ে চাকরি করছেন ছয় বছর ধরে। এসব ছবি প্রকাশ পাওয়ার পর তার পরিচয়পত্র এবং ল্যাপটপ নিয়ে নেওয়া হয়েছে।
তার উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখেছেন। জানা গেছে, ওই নারীকে নিয়ে ফ্রান্সের একটি টেলিভিশনে রিপোর্ট করা হয়। অনলাইনে যৌন সেবা প্রদানকারী হিসাবে কাজ করছিলেন তিনি। খুব দ্রুত ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে। তবে এগুলো কিভাবে কখন তুলেছেন তিনি তা এখনো জানা যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যান জাম্বোন অভিযুক্ত কর্মচারীকে সাসপেন্ড করে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।
তবে সাসপেন্ড করার কারণে প্রতিবাদী হয়ে উঠেছেন তিনি। তার দাবি, এই ছবিগুলো একান্তই ব্যক্তিগত এবং চাকরির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বেলজিয়ামের এক প্রতিবেদনে বলা হয়, এসব ছবি নিয়ে এমন আচরণ করা হচ্ছে যেন আমি একটা অচ্ছুত ন নারী।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো তদন্ত প্রতিবেদন সম্পর্কে কিছু বলা হয়নি। কিংবা ওই কর্মচারীর ভবিষ্যত সম্পর্কেও জানায়নি তারা। সূত্র: ইনডিপেনডেন্ট
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন