স্বরূপকাঠীতে আইসিএম কৃষক ক্লাবে আইসিটি মালামাল বিতরন
এম.ডি.ইউসুফ,স্বরূপকাঠী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠীতে আইসিএম কৃষক ক্লাবে আইসিটি বিষয়ক মালামাল বিতরন করা হয়েছে। সকাল ১১.০০ ঘটিকায় উপজেলার অডিটরিয়ামে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইসিটি বিভাগের আওতায় পরিচালিত ইনফো-সরকার (ফেজ-২) এর সহায়তায় উপজেলার বিনায়েকপুর, সেহাংগল ও কুহুদাসকাঠী আইসিএম কৃষক ক্লাবকে এ সহায়তা দেয়া হয়।
উপজেলার কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর নেছারাবাদ এর উদ্যোগে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাভলু আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক কৃষি তথ্য ব্যবস্থাপক বরিশাল অঞ্চল এর মোঃ শাহাদত হোসেন, প্রফেসর আব্দুস সালাম, উপ-সহকারী কৃষি অফিসার রথিন কুমার ঘরামী। আইসিএম কৃষক ক্লাবের সভাপতি-সাধারন সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আইসিএম ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বলেন, আমাদের ক্লাবে বর্তামানে সদস্য সংখ্যা পুরুষ ৪০জন এবং মহিলা-৪০জন। ক্লাবে পানি সেচ ব্যবস্থা, পাওয়ার টিলার, ধান মারাই মেশিন এ বছর নতুন সংযোগ হলো ডিজিটাল তথ্য ব্যবস্থা, কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট, প্রজেক্টর, জেনারেটর ইত্যাদি। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের কৃষি পন্য সামগ্রী বাজারজাত করার জন্য একটি গাড়ী একান্ত প্রয়োজন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিরাজগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল স্কুলের নৈশ প্রহরী
সিরাজগঞ্জের কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলেরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে চাঁই বিক্রি করে স্বাবলম্বী অনেক পরিবার, রয়েছে স্বল্প সুদে ঋণ সুবিধার অভাব
এম. ডি. ইউসুফ, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠীতে বাঁশ দিয়ে তৈরীবিস্তারিত পড়ুন
বখাটে ছেলে রুবেলকে পরকিয়া প্রেমিক ও বন্ধু সহ গনধোলাই দিয়েছে স্থানীয় জনতা
স্বরুপকাঠি (পিরোজপুর) প্রতিনিধিঃ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবী গ্রামের আবুল কালামেরবিস্তারিত পড়ুন