স্বরূপকাঠীতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন
স্বরূপকাঠী প্রতিনিধিঃ ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পিরোজপুরের স্বরূপকাঠীতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহর ১২টা ০১ মিনিটে স্বরূপকাঠী সরকারী কলেজ শহীদ মিনারে সরকারি স্বরূপকাঠী কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন।
এর পরপরই রোভার স্কাউট ইউনিটি- সরকারি স্বরূপকাঠী কলেজ, বাংলাদেশ আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ, উপজেলা সেচ্ছাসেবক লীগ, সোস্যাল ইউজার্স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও এর অঙ্গসংগঠন – নেছারাবাদ উপেজলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল- সরকারি স্বরূপকাঠী কলেজ শাখা, বাংলাদেশ প্রজন্ম লীগ- পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।
পরপরই ভাষা শহীদদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এদিকে একুশের প্রথম প্রহরে সরকারী স্বরুপকাঠি কলেজ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ভোর হোলো সংগঠন, বিএনপির অঙ্গ সংগঠন সন্ধা নদীর পশ্চিম পাড়ের স্বরুপকাঠি কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজির রাত ১২ টার অনেক আগেই। যথাযথভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ও নীরবতা পালনের পর উপস্থিত সকলের মুখেই প্রশ্ন ছিল সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম কেন নেই।
তার বাস ভবনের মাত্র ১০০গজ দুরত্বে শহীদ মিনারে তিনি না আসায় সকলের চোখই তার আসার পথের দিকে তাকিয়ে ছিল। শেষ পর্যন্ত রাত ১২ টা ৩৭ মিনিটে সাবেক সাংসদের আশায় বসে থাকা সকলেই চলে আসেন।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১১টার দিকে শাইনিং স্টার কিন্ডার গার্টেনের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনীতে তিনি থাকলেন কিন্ত ১ ঘন্টা পরে জাতীয় অনুষ্ঠানে আসলেন না! এদিকে খোজ নিয়ে জানা যায়, তিনি উপজেলা সদর শহীদ মিনারেও যাননি।
এছাড়াও আগামীকাল সরকারি স্বরূপকাঠী কলেজে শিশুদের হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিরাজগঞ্জে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল স্কুলের নৈশ প্রহরী
সিরাজগঞ্জের কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলেরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে চাঁই বিক্রি করে স্বাবলম্বী অনেক পরিবার, রয়েছে স্বল্প সুদে ঋণ সুবিধার অভাব
এম. ডি. ইউসুফ, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠীতে বাঁশ দিয়ে তৈরীবিস্তারিত পড়ুন
বখাটে ছেলে রুবেলকে পরকিয়া প্রেমিক ও বন্ধু সহ গনধোলাই দিয়েছে স্থানীয় জনতা
স্বরুপকাঠি (পিরোজপুর) প্রতিনিধিঃ উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবী গ্রামের আবুল কালামেরবিস্তারিত পড়ুন