স্বরূপে ফিরলেন রুবেল
ঢাকা প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে বিকেএসপিতে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করে তাইবুর রহমান ও ইয়াসির আলির ব্যাটিং দৃঢ়তায় ২৫৭ রানের লড়াকু পুঁজি গড়ে প্রাইম ব্যাংক।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রুবেল হোসেন ও শুভাগত হোমের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপের পড়ে সিসিএস। দুই ওপেনার উত্তম সরকার ও পিনাক ঘোষকে অল্পতেই থামতে হয়।
পরবর্তীতে সাইফ হাসান ও সালমান হোসাইনের জোড়া সেঞ্চুরিতে ম্যাচে ফিরে ক্রিকেট কোচিং স্কুল। মনির হোসাইনের বলে সাইফ ১০০ রানে ফিরে গেলে এক প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিসিএস।
মনিরের বলে সাইদ সরকার ১০ রানে আউট হলে ক্রিজে আসেন প্রতিভাবান অলরাউন্ডার সাইফুদ্দিন। কিন্তু রুবেলের দারুন বোলিংয়ে টিকতে ব্যর্থ হন তিনি।
চাপের মুখে পড়ে উইকেট বিলিয়ে আসেন নাসুম আহমেদ। যদিও আরেকপ্রান্ত থেকে সালমান হোসাইন ধরে খেললেও রুবেলের বোলিং তোপে শেষ পর্যন্ত ১১০ রানে থামতে হয়।
পরবর্তীতে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ২৫২/৭ রানে থামে সিসিএসের ইনিংস। ফলে ৫ রানের জয় পায় প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের হয়ে রুবেল হোসেন তিনটি উইকেট শিকার করে দলের জয় নিশ্চিত করেন।
অনেকদিন পর মাঠে নেমে আবার স্বরূপে ফিরেছেন গত ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পোঁছানোর নায়ক রুবেল হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন