বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বরূপে ফেরার ইঙ্গিত সৌম্য-মোস্তাফিজের

গত বছরটা একেবারেই ভালো কাটেনি বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারের। আর ইনজুরি থেকে ফিরে নিজেকে মেলে ধরতে পারছিলেন না তরুণ টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

তবে সদ্য সমাপ্ত শ্রীলংকা সিরিজেই সৌম্য ও মোস্তাফিজের স্বরূপে ফেরার ইঙ্গিত পাওয়া গেল।

ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সৌম্য সরকার। প্রায় সব ম্যাচেই ছিলেন রানের মধ্যে। টেস্ট, ওয়ানডে ও টি ২০তে ব্যাট হাতে দলের জন্য ভালো কিছুই করেছেন।

অন্যদিকে বল হাতে শেষ টি ২০ ম্যাচে আগের মোস্তাফিজকেই পাওয়া গেল। স্লোয়ার দিয়ে ব্যাটসম্যানদের বোকা বানানোর কাজটা আবারও ভালোভাবেই করে দেখালেন ‘কাটার মাস্টার’ খ্যাত এ টাইগার পেসার।

শেষ টি ২০তে ২১ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন নিজের প্রথম ওভারেই। প্রথম টি ২০তে অবশ্য উইকেট শূন্য ছিলেন মোস্তাফিজ।

এদিকে ওয়ানডে সিরিজেও ৬ উইকেট লাভ করেছেন মোস্তাফিজ। তবে রানের চাকাটা আটকাতে ব্যর্থ ছিলেন মোস্তাফিজ। দুই টেস্টে মোস্তাফিজ নিয়েছেন ৮ উইকেট।

এই সিরিজে মোস্তাফিজের মোট উইকেট সংখ্যা ১৮টি।

অন্যদিকে গত বছরটা একেবারে বাজেভাবে কাটে ওপেনার সৌম্য সরকারের। ব্যাট হাতে কিছুতেই জ্বলে উঠতে পারছিলেন না।

চলতি বছর নিউজিল্যান্ড সিরিজ দিয়েই রানে ফেরার ইঙ্গিত মেলে। একটি টেস্ট খেলার সুযোগ পান। দুই ইনিংসে ১২২ রান করেন। এরপর ভারতে ৫৭ রান। তবে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টে চার ইনিংসে ৩টিতেই ফিফটি করেন সৌম্য।

দুই টেস্টে করেন মোট ১৯৫ রান। ওয়ানডেতে অবশ্য আবারও নিজেকে মেলে ধরতে পারেননি সৌম্য। তিন ম্যাচে করেন ৪৯ রান।

তবে টি ২০তে নিজেকে রূদ্রমূর্তিতে ফিরিয়ে এনেছেন সৌম্য। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টি ২০তে করেন ৮১ রান।

শ্রীলংকার বিপক্ষেও ব্যাট হাতে ঝড় তোলেন সৌম্য। শেষ ম্যাচে ২০০ স্ট্রাইক রেটে ১৭ বলে করেন ৩৪ রান। প্রথমটিতে করেন ২০ বলে ২৯ রান।

শুরুটা ভালো হওয়ায় শ্রীলংকার বিপক্ষে শেষ টি ২০তে ভালো সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচটি ৪৫ রানের ব্যবধানে জয় পায় টাইগাররা।

আগামী জুনে চ্যাম্পিয়ন ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ। তার আগে অবশ্য মে মাসে নিউজিল্যান্ড ও আয়াল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগাররা। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ফর্মে ফেরাটা অবশ্যই টাইগারদের জন্য মঙ্গলজনক।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি