স্বাক্ষর জালিয়াতি, রানার বিরুদ্ধে তারানার মামলা
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার বিরুদ্ধে সই জাল করে অর্থ আদায়ের অভিযোগ তুলে মামলা করেছেন সংগঠনটির সভাপতি টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রোববার রাতে শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। তারানা হালিমের পক্ষে তার একান্ত সচিব জয়দেব নন্দী মামলাটি করেছেন। মামলা নম্বর (৪০)। বিয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মোতালেব।
মামলার বিবরণীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা সভাপতি তারানা হালিমের স্বাক্ষর জাল করে বিভিন্ন জায়গা থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি সংগঠনের প্যাডে তারানার স্বাক্ষর জাল করে টেলিটকের কাছ থেকে স্পন্সর চাওয়া হয়। বিষয়টি নজরে আসলে তারানা হালিম রানার বিরুদ্ধে জালিয়াতি মামলা করেন।
এ ব্যাপারে তারানা হালিম এ ব্যাপারে একটি বেসরকারি টেলিভিশনকে বলেন, ‘দুর্নীতি আমি একদম সহ্য করি না। দুর্নীতি করায় আমি আমার সংগঠনের নেতাকেও ছাড় দিইনি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন