স্বাধীনতা দিবসের নাটকে মোশাররফ করিম-জুই
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এটিএন বাংলায় ২৬ মার্চ রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘জন্ম’। রায়হান খানের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুই করিম।
নাটকটির কাহিনিতে দেখা যাবে, ১৯৭১ সালে যুদ্ধের সময় গ্রামের একটি মেয়েকে তার বাসর ঘর থেকে ধরে নিয়ে যায় পাক বাহিনীর সদস্যরা। গ্রামের পাশের ক্যাম্পে মেয়েটির উপর পাশবিক অত্যাচার ও নির্যাতন করা হয়। স্বাধীনতার পর মেয়েটি ক্যাম্প থেকে বেরিয়ে আসে অন্তস্বত্তা অবস্থায়।
অপর দিকে গ্রামের নদীতে নৌকা বাইছিল একজন মাঝী। মেয়েটির আহাজারী শুনে গিয়ে সে দেখতে পায় মেয়েটি প্রসব যন্ত্রনায় কাতরাচ্ছে। তাকে কোলে করে নৌকায় নিয়ে আসে সে। একটু পরে মেয়েটি একটি কন্যা সন্তান প্রসব করে। ক্ষুধায় বাচ্চা কাদতে থাকে কিন্তু মেয়েটি তাকে দুধ দেয় না এমনকি তার দিকে তাকিয়ে দেখেও না। মাঝি মেয়েটিকে দুধ খাওয়াতে বলে কিন্তু সে কিছুই করে না। পরে মাঝি বিভিন্ন গ্রাম থেকে দুধ সংগ্রহ করে এনে দেয় এবং বাচ্চাটিকে খাওয়ানোর জন্য মেয়েটিকে বলে। কিন্তু মেয়েটি বাচ্চাকে দুধ না দিয়ে নিজেই তা খেয়ে ফেলে।
মাঝি মেয়েটিকে মারতে গিয়েও রাগ সংবরণ করে। এক সময় বাচ্চাটির প্রতি মায়া জন্মে মেয়েটির। তাকে দুধ খাওয়ায় না ঠিকই কিন্তু তাকে কোলে নিয়ে আদর করে। এক সময় মাঝি বাচ্চাসহ মেয়েটিকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। কিন্তু শ্বশুর তাকে গ্রহণ করে না। কোন উপায় না দেখে মাঝি তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। এভাবেই নাটকটির কাহিনি এগিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন