স্বাধীনতা দিবসে বিএনপির শোভাযাত্রা
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরিয়ে আনতে এবারের স্বাধীনতা দিবসে শপথ নিয়েছেন দলটির নেতা ও কর্মীরা। আজ শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মালিবাগ মোড় পর্যন্ত এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
নেতাকর্মীদের বর্ণিল উপস্থিতি আর ব্যানার, ফ্যাস্টুন পোস্টারের সঙ্গে যোগ হয় শোভাযাত্রার আরো অনেক আয়োজন। শোভাযাত্রায় মূল দলের সঙ্গে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি এখন আগের চেয়ে আরো শক্তিশালী দলে পরিণত হচ্ছে বলে জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা শপথ নিচ্ছি যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পাওয়া। সে গণতন্ত্র আজ বিপন্ন হয়ে পড়েছে। গণতন্ত্র হারিয়ে গেছে। সে গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আন্দোলন সেটাকে বেগবান করা ও গণতন্ত্র ফিরিয়ে আনাই শোভাযাত্রার লক্ষ্য।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘বরাবরই বিএনপি ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।’
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। এ গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আজকে এ মিছিলের মাধ্যমে লাখো জনতা সে দাবি উত্থাপন করছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন