স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে আমন্ত্রিত রুনা লায়লা

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আগামী ২৬ মার্চ বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতের মুম্বাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশন।
এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছেন বাংলাদশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে।
সম্প্রতি মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামিনা নাজের বরাতে এ আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে রুনা লায়লা বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছি। আগামীকাল অনুষ্ঠানটিতে অংশগ্রহণের উদ্দেশে উড়াল দেব।’ ২৬ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এ্যাপোলো ব্যান্ডার সড়কে তাজমহল প্যালেস হোটেলের বলরুমে শুরু হবে অনুষ্ঠানটি।
তবে এ আমন্ত্রণ পেলেও এ আয়োজনে রুনা লায়লা গান গাইবেন না বলেই জানা গেছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিসের স্ত্রী অম্রুতা ফাড়নাবিস।
এ ছাড়াও মহারাষ্ট্র সরকারের মুখ্যসচিব সুমিত মল্লিক উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আগামী ২৫ মার্চ মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন