স্বাধীন জাতি হিসেবে এগিয়ে যাবো: প্রধানমন্ত্রী


২০০১ সালের নির্বাচনে গ্যাস দিতে রাজি হইনি বলে ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষমতায় যেতে পারিনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নেত্রী গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলেন বলেও অভিযোগ তার। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনসমর্থন না থাকলে অনেক দেশই আসবে আমাদের নিয়ে খেলতে। কাজেই আমরা স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারলে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। পাশাপাশি উন্নয়ন করে উন্নত দেশে পরিণত হতে হবে। স্বাধীন জাতি হিসেবে এগিয়ে যাবো বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শেখ হাসিনা বলেন, আমরা যে বৈষম্যের শিকার ছিলাম, তা থেকে মুক্ত করতেই জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। স্বাধীন জাতি হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশের অগ্রযাত্রা শুরু। বাংলাদেশের অর্থনীতি সাবলম্বী করতে বঙ্গবন্ধু বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। কিন্তু স্বাধীনতার বিরোধীতাকারীরা ২১ বছর ধরে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













