স্বামীকে সুখ দিতে গিয়ে স্ত্রীর যোনির কামড়ে ছিন্ন ভিন্ন স্বামীর পুরুষাঙ্গ! দেখুন–


একটি ভুল অস্ত্রোপচার। যৌন জীবন চিরতরে বিপন্ন হয়ে গেল ব্রিটিশ মহিলা থেরেসা বার্টর্যামের। আরও ভালো যৌনজীবন উপভোগের জন্য ভ্যাজাইনায় একটি কসমেটিক সার্জারি করান ৫০ বছরের থেরেসা। অস্ত্রোপচারের পর যেটা হয়, তা হল, মিলনের সময় যোনির দুদিকের দেওয়াল পেনিসকে রীতিমতো কামড়ে ধরে। এমনই সেই কামড়, যার জেরে স্বামীর যৌনাঙ্গ রক্তাক্ত হয়ে যায়। সেপটিক হয়ে যায়। তারপর থেকে ৭ বছর আর যৌন জীবন উপভোগ করতে পারেননি।
থেরেসার কথায়, ’যোনিতে যেন কয়েকটি শক্ত দাঁত গজিয়েছে।’ ঠিক কী হয়েছিল? থেরেসা জানাচ্ছেন, বিয়ের পর দু’বছর চুটিয়ে সেক্স লাইফ উপভোগ করেছেন। বছর ৭ আগে তাঁর একটি সন্তান হয়। তারপর স্বামীকে আরও বেশি সুখ দেওয়ার জন্য ভ্যাজাইনায় একটি প্লাস্টিক সার্জারি করান তিনি। লিকিং বন্ধ করে যোনিকে আরও টাইট করতে একটি প্লাস্টিকের জালের মতো জিনিস বসায়। সার্জারির নাম transvaginal tape (TVT)। যা পরবর্তী ক্ষেত্রে ’ভেনাস ফ্লাইট্র্যাপ’ হয়ে যায়। অর্থাত্ যোনিতে কিছু ঢুকলেই কামড়ে ধরে। যাকে বলে মরণ কামড়!
থেরেসার কথায়, ’ওই সার্জারির পর যখন আমরা মিলিত হতে গেলাম, আমি ভেবেছিলাম, স্বামীকে সুখে ভরিয়ে দেব। কিন্তু তারপর যা ঘটল, তা হাড়হিম করে দেয়। আমার স্বামীর পেনিস কামড়ে ধরল ভ্যাজাইনা। যেন রক্তখেকো মাছের কামড়। প্রায় ছিঁড়েই যাচ্ছিল পেনিস। কোনও ক্রমে তা বের করতে সক্ষম হয়। ততক্ষণে রক্তাক্ত হয়ে গিয়েছে পেনিস। যন্ত্রণায় কাতরাচ্ছেন আমার স্বামী।’
TVT সার্জারি নিষিদ্ধ করতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করতে চলেছেন থেরেসা।


এই সংক্রান্ত আরো সংবাদ


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন


সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন













