স্বামীর কাঁধে স্ত্রীর লাশঃ সেই আলোচিত ঘটনা নিয়ে বাংলাদেশে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

স্ত্রীর লাশ কাঁধে নিয়ে ১৬ কিলোমিটার হেঁটে যাওয়া ওড়িষ্যার সেই আলোচিত ঘটনায় স্তম্ভিত হয়েছে গোটা বিশ্ব। কালাহান্ডির আদিবাসী সম্প্রদায়ের মানুষটির সেই বেদনাগাঁথা মন খারাপ করে যায় সবার। ওড়িষ্যার সেই আলোচিত ঘটনা নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘দানা মাঝি’ শিরোনামের এ চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বাংলাদেশের বাবুল হৃদয়।
এ প্রসঙ্গে পরিচালক বাবুল হৃদয় বলেন, ‘২৫ আগস্ট ওড়িষ্যার এই ঘটনা বিশ্ব গণমাধ্যম ফলাও করে প্রকাশ করে। এই খবর পড়ে আমার নিজের মনে দাগ কেঁটেছে। মানসিক যন্ত্রণা থেকেই কাজটিতে হাত দিয়েছি। সত্য এই ঘটনার ফিল্মটি মানুষের কাছে পৌঁছালে এবং দর্শক দেখলেই এর স্বার্থকতা। আশা করি, দর্শক হৃদয়ে ফিল্মটি নাড়া দেবে।’
‘দানা মাঝি’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন তারেক ইসলাম। তিনি বলেন, ‘মরার পরেও স্ত্রীর প্রতি স্বামীর যে অগাধ ভালোবাসা, শ্রদ্ধা এবং টান- এটা দরিদ্র দানা মাঝির চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। সেই নান্দনিক চরিত্রটিতে নিজেকে প্রবেশ করিয়ে সত্যি আমি অন্য মানুষে পরিণত হয়েছিলাম। এই ভালোবাসার বোধ অপার্থিব। আমি চেষ্টা করেছি নিজেকে দর্শকদের সামনে উপযুক্ততায় তুলে ধরতে। এবার বিচার করবেন দর্শক।’
তারেক ইসলাম ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন লাকি আক্তার, ফাহমিদা ফ্লোরা, শেখ লিমন, লতিফুর রহমান, নাজমুল, সুমন চৌধুরী, জাহাঙ্গীর, নবী, রুবেল. রত্না, হাফিজ উদ্দীন নবীনসহ আরো অনেকে।
সম্পদানার টেবিলে রয়েছে ‘দানা মাঝি’। দেশি ও বিদেশি টিভি চ্যানেলে প্রচারসহ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যাবে ‘দানা মাঝি’।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন