স্বামীর গলা কেটে দু’টুকরো করে খুন করেছেন তৃতীয় স্ত্রী
সিলেটে স্বামীর গলা কেটে দু’টুকরো করে খুন করেছেন স্ত্রী। এতেই ক্ষান্ত হননি। এরপর কাটা মাথা পুঁতে রাখেন গর্তে, আর দেহ ফেলে দেন জঙ্গলে।
শহরতলীর শাহপরাণ থানাধীন পীরের বাজারস্থ মোকামেরগুল এলাকায় এই খুনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত স্বামীর নাম আলী হোসেন। গতকাল সোমবার স্ত্রী পারভিনের করা জিডির সূত্র ধরেই পুলিশ উদ্ধার করে আলী হোসেনের লাশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চার সন্তানের জনক আলী হোসেন মোকামেরগুলে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের রহমতপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত শফিকুর রহমানের ছেলে। পুলিশি জিজ্ঞাসাবাদে স্বামী হত্যার কথা স্বীকার করে পারভীন বলেছেন, নির্যাতন সইতে না পেরেই খুন করেছেন স্বামীকে।
সিলেট মহানগরীর শাহপরান থানার দাশপাড়া এলাকার সুরুজ আলীর মেয়ে পারভীন আক্তার তিন বছর আগে পাথর ব্যবসায়ী আলী হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি আলীর তৃতীয় স্ত্রী। আলীর অন্য দুই স্ত্রী জাফলংয়ে গ্রামের বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে অবশ্য তার বিচ্ছেদ হয়ে গেছে।
পুলিশ জানায়, গত ৪ নভেম্বর ভোররাতে ঘুমন্ত অবস্থায় দুই কোপে স্বামীর মাথা বিচ্ছিন্ন করেন পারভীন। বিচ্ছিন্ন মাথাটি পার্শ্ববর্তী একটি টিলার গর্তে পুতে রাখেন। আর দেহ প্রথমে ঘরের মেঝেতে গর্তে পুতে রাখেন। পরদিন লাশ রশি দিয়ে টেনে নিয়ে জঙ্গলে ফেলে রাখেন।
জবানবন্দিতে পারভিন জানান, ঘটনার রাতে পারভিনের বাবাও বাসায় ছিলেন। তবে, বাবা সুরুজ আলীকে ঘুমের বড়ি খাইয়ে তিনি ঘুম পাড়িয়ে রাখেন। তিনি একাই স্বামীকে খুন করেন।
এদিকে, এ ঘটনায় পারভিনের বাবা সুরুজ আলীকে আটক করলেও সোমবার রাতে তাকে ছেড়ে দেয় পুলিশ। পারভিনের ঘর থেকে রক্তমাখা রামদা উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলীর ছোট ভাই জমির হোসেন জানান, ৪ নভেম্বর থেকে তার ভাইয়ের খোঁজ পাচ্ছিলেন না। অজ্ঞাত নাম্বার থেকে ভাইয়ের বন্ধু পরিচয় দিয়ে এক লোক খুনের কথা জানায়। এরপর শাহপরানা থানায় ডায়েরি (নং-৪২৭) করা হয়। পরে পুলিশ পারভিনকে সন্দেহ করে আটক করলে তার ভাইয়ের লাশ উদ্ধার হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে পারভীন বেগম স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীকে হত্যা করেন বলে পুলিশকে জানান তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, স্ত্রী পারভিনের দেওয়া তথ্য মতেই তার স্বামীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরত হাল তৈরি হয়েছে। ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে। এ ঘটনার সাথে আর কেউ জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।’
এ ঘটনায় নিহতের ভাই জমির হোসেন বাদি হয়ে শাহপরান থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন