রবিবার, আগস্ট ২৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামীর নাম বাদ, মেমোরি চিপে থাকবে রঙিন ছবি

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ৩ অক্টোবর থেকে বিতরণ শুরু হবে। এ কার্ডে স্বামীর নাম বাদ দেওয়া হচ্ছে। তবে আগের মত সাদকালো ছবি থাকছে। মেমোরি চিপে থাকবে রঙিন ছবি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, পুরুষের জাতীয় পরিচয়পত্রে কেবল বাবা ও মায়ের নাম। বিবাহিত নারীর ক্ষেত্রে বসে স্বামীর নাম। বিবাহ বিচ্ছেদ হলে অথবা স্বামীর নাম পরিবর্তন করতে চাইলে নারীর পরিচয়পত্র নিয়ে ঝামেলা পোহাতে হতো নির্বাচন কমিশনকেই। এ ঝামেলায় আর যেতে রাজি নয় নির্বাচন কমিশন। তাই সিদ্ধান্ত, স্বামীর নাম বাদ। স্মার্ট জাতীয় পরিচয়পত্রে বিবাহিত নারীর পাশে থাকবে কেবল তাঁর বাবা ও মায়ের নাম।

এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন জানান, স্মার্টকার্ডের ওপরে দৃশ্যমান ছবিটি সাদা-কালো হলেও মেমোরি চিপে ভোটারের রঙিন ছবি সংরক্ষিত থাকছে। পলিকার্বনেট পুড়িয়ে কার্ডটি করতে গেলে সাদা-কালোই হবে। এতে ছবির রেজুলেশনও অনেক থাকে, যাতে উজ্জ্বল দেখায়।

রঙিন ছবি ব্যবহার না করার যুক্তিকথা জানতে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অবলম্বন করতেই এ ব্যবস্থা। এ পদ্ধতিতে পলিকার্বনেট ব্যবহার করা হয়। লেজার বার্নিং করে কালার টেকনোলজি এখনো আবিষ্কৃত হয়নি। পলিকার্বনেটের ওপরে রঙিন ছবি ব্যবহার করলেও তিন-চার বছরে তা নষ্ট হয়ে যাবে; সেই সঙ্গে কার্ডের অন্যান্য ডাটা ও নিরাপত্তা বিঘ্নিত হবে।

তিনি আরো জানান, ১০ বছর মেয়াদি স্মার্টকার্ড ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখতে সাদা-কালো ছবি ব্যবহারের কোনো বিকল্প নেই। বিশ্বেও তা স্বীকৃত। ভবিষ্যতে রঙিন ছবি ব্যবহারের প্রযুক্তি এলে তা যুক্ত করার বিষয়টিও বিবেচনায় থাকবে।

স্মার্টকার্ডে সব ব্যবস্থা নেওয়ার পরও অন্তত ৬০ কিলোবাইট ব্যবহার উপযোগী মেমোরি চিপ থাকবে। যা বিভিন্ন কাজে (এপ্লিকেশনে) ব্যবহার করা যাবে। কার্ডের নিরাপত্তায় এপিঠ-ওপিঠে চারটি ছবি থাকবে। বাম দিকে সাদাকালো ছবিটি দৃশ্যমান, ডানে শাপলার নিচেও ছবি রয়েছে; পেছনে স্পেশাল সিকিউরিটি হিসেবে ম্যাজেন্টা-গ্রিন রঙের এবং গ্রে কালারের বিশেষ ছবি থাকবে।

প্রসঙ্গত বর্তমানে দেশের প্রায় ১০ কোটি ভোটারের মধ্যে ৯ কোটির হাতে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে। আগামী দুই বছরের মধ্যে ১০ কোটি ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে ইসির।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা