সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামীর নাম বাদ, মেমোরি চিপে থাকবে রঙিন ছবি

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ৩ অক্টোবর থেকে বিতরণ শুরু হবে। এ কার্ডে স্বামীর নাম বাদ দেওয়া হচ্ছে। তবে আগের মত সাদকালো ছবি থাকছে। মেমোরি চিপে থাকবে রঙিন ছবি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, পুরুষের জাতীয় পরিচয়পত্রে কেবল বাবা ও মায়ের নাম। বিবাহিত নারীর ক্ষেত্রে বসে স্বামীর নাম। বিবাহ বিচ্ছেদ হলে অথবা স্বামীর নাম পরিবর্তন করতে চাইলে নারীর পরিচয়পত্র নিয়ে ঝামেলা পোহাতে হতো নির্বাচন কমিশনকেই। এ ঝামেলায় আর যেতে রাজি নয় নির্বাচন কমিশন। তাই সিদ্ধান্ত, স্বামীর নাম বাদ। স্মার্ট জাতীয় পরিচয়পত্রে বিবাহিত নারীর পাশে থাকবে কেবল তাঁর বাবা ও মায়ের নাম।

এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন জানান, স্মার্টকার্ডের ওপরে দৃশ্যমান ছবিটি সাদা-কালো হলেও মেমোরি চিপে ভোটারের রঙিন ছবি সংরক্ষিত থাকছে। পলিকার্বনেট পুড়িয়ে কার্ডটি করতে গেলে সাদা-কালোই হবে। এতে ছবির রেজুলেশনও অনেক থাকে, যাতে উজ্জ্বল দেখায়।

রঙিন ছবি ব্যবহার না করার যুক্তিকথা জানতে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অবলম্বন করতেই এ ব্যবস্থা। এ পদ্ধতিতে পলিকার্বনেট ব্যবহার করা হয়। লেজার বার্নিং করে কালার টেকনোলজি এখনো আবিষ্কৃত হয়নি। পলিকার্বনেটের ওপরে রঙিন ছবি ব্যবহার করলেও তিন-চার বছরে তা নষ্ট হয়ে যাবে; সেই সঙ্গে কার্ডের অন্যান্য ডাটা ও নিরাপত্তা বিঘ্নিত হবে।

তিনি আরো জানান, ১০ বছর মেয়াদি স্মার্টকার্ড ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখতে সাদা-কালো ছবি ব্যবহারের কোনো বিকল্প নেই। বিশ্বেও তা স্বীকৃত। ভবিষ্যতে রঙিন ছবি ব্যবহারের প্রযুক্তি এলে তা যুক্ত করার বিষয়টিও বিবেচনায় থাকবে।

স্মার্টকার্ডে সব ব্যবস্থা নেওয়ার পরও অন্তত ৬০ কিলোবাইট ব্যবহার উপযোগী মেমোরি চিপ থাকবে। যা বিভিন্ন কাজে (এপ্লিকেশনে) ব্যবহার করা যাবে। কার্ডের নিরাপত্তায় এপিঠ-ওপিঠে চারটি ছবি থাকবে। বাম দিকে সাদাকালো ছবিটি দৃশ্যমান, ডানে শাপলার নিচেও ছবি রয়েছে; পেছনে স্পেশাল সিকিউরিটি হিসেবে ম্যাজেন্টা-গ্রিন রঙের এবং গ্রে কালারের বিশেষ ছবি থাকবে।

প্রসঙ্গত বর্তমানে দেশের প্রায় ১০ কোটি ভোটারের মধ্যে ৯ কোটির হাতে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে। আগামী দুই বছরের মধ্যে ১০ কোটি ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে ইসির।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা