বুধবার, জুলাই ২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামীর ‘প্রচার’, স্ত্রী বিপাকে

হঠাৎই মোবাইলে শয়ে শয়ে কল আসা শুরু হল এক গৃহবধূর। ফোন করে কুপ্রস্তাব দিতে শুরু করে অচেনা পুরুষরা। সঙ্গে ইনবক্সে অশ্লীল মেসেজের ঢল। অতিষ্ঠ হয়ে শেষে পুলিশের শরণাপন্ন হন ভারতের উত্তরপ্রদেশের নালাসোপারা এলাকার ৩৬ বছর বয়সী গৃহবধূ।

এরপর তদন্তে নেমে পুলিশ যা জানতে পারল, তাতে অনেকেরই চোখ চড়কগাছ। জানা গেল‚ নালাসোপারার এই নারীর মোবাইল নম্বর লেখা আছে দিল্লির বারিভেলি স্টেশনের পুরুষদের শৌচাগারে। আর এর জেরেই একের অর এক অশ্লীল ফোন এবং মেসেজ আসত ওই নারীর ফোনে।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে ওই নারী জানান, জানুয়ারির শুরু থেকে ফোন ও মেসেজের এই উপদ্রব শুরু হয়। প্রথমে গুরুত্ব না দিলেও শেষে সহ্যের সীমা ছাড়িয়ে যায় এই অত্যাচার। শুধু দিনেই নয়, রাতবিরেতেও আসতে থাকে ফোনে কুপ্রস্তাব। একেকদিন ফোনের সংখ্যা একশ ছাড়িয়ে যেত বলে জানান ওই নারী।

নালাসোপারা পুলিশ স্টেশনের কর্মকর্তা বিজিত হোর জানান, গৃহবধূর অভিযোগ পেয়ে তিনটি নম্বর ট্র্যাক করে পুলিশ। ওই তিনটি ফোন নম্বরের মালিককে জেরা করে পুলিশ জানতে পারে‚ বারিভেলি স্টেশনের পুরুষ শৌচাগারের দেয়ালের লেখা থেকে মহিলার নম্বর মিলেছে। আর এ ঘটনা জেনে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। এর আগে পুলিশের ছবি থেকে স্বামীর হাতের লেখা শনাক্ত করেছেন তিনি।

অভিযোগে ওই নারী পুলিশকে জানান, স্বামী এবং শ্বশুর-শাশুড়ির অত্যাচার থেকে বাঁচতে দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে তিনি গত বছর বাবার বাড়ি চলে যান। আগে একবার স্বামীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলাও করেছিলেন। তাঁর অভিযোগ‚ আক্রোশ মেটাতে স্বামী এই কুকর্ম করেছেন।

এদিকে পুলিশ কর্মকর্তা বিজিত হোর জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ওই নারীর স্বামীকে জেরা করেছে পুলিশ। তবে পুরুষ শৌচাগারে স্ত্রীর মুঠোফোন নম্বর লেখার কথা অস্বীকার করেছেন তিনি।

তবে পুলিশের ধারণা‚ নিজে না করলেও কাউকে দিয়ে এই কাজ করাতে পারেন তিনি। তাই জেরা করা হচ্ছে ওই ব্যক্তির পরিচিতদেরও। কে নম্বর লিখেছে‚ সেই তদন্তের পাশাপাশি বারিভেলি স্টেশনের পুরুষ শৌচাগারের দেয়াল থেকে ওই গৃহবধূর নম্বর মুছে দিয়েছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের