স্বামীর স্মরণসভায় গান গাইবেন স্ত্রী

টাইটানিক সিনেমার আলোচিত ‘মাই হার্ট উইল গো অন’ গান গেয়ে বিশ্বকে চমকে দেন সেলিন ডিওন। কিন্তু কিছুদিন আগে তাকেই চমকে দিয়ে পরপারে চলে গেলেন স্বামী রেনে অ্যাঞ্জেলিল। শোনা গিয়েছিল স্বামীর স্মরণসভায় সেলিন ডিওন গান শোনাতে চান। কিন্তু সেলিন নিজেই জানাচ্ছেন, গান গাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ গান গাওয়ার মতো মানসিক অবস্থাতেই তিনি এখন নেই।
গত ১৪ জানুয়ারি লাস ভেগাসে মৃত্যবরণ করেন সেলিনের স্বামী রেনে অ্যাঞ্জেলিল। দীর্ঘদিন ধরেই গলার ক্যানসারের সমস্যায় ভুগছিলেন তিনি। কানাডায় তার স্মরণসভার আয়োজন করার কথা রয়েছে। রেনের মৃত্যুর পর থেকেই গুজব রটেছিল, স্বামীর স্মরণসভায় নাকি গান গাইতে পারেন সেলিন! এভাবেই নাকি রেনেকে শেষ শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন সেলিন। কিন্তু সেলিন নিজেই জানাচ্ছেন, গান গাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ গান গাওয়ার মতো মানসিক অবস্থাতেই তিনি নেই। তবে অনুষ্ঠানে সেলিনের গাওয়া কিছু গান ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে বাজানো হতে পারে।
প্রসঙ্গত, কিছুদিন আগে সেলিন ডিওনের ভাই একই সমস্যায় মারা গিয়েছেন। তাই তিনি ভাই এবং স্বামীর শোকে একেবারে পাথর হয়ে গিয়েছেন। তার মানসিক অবস্থাও তেমন ভালো নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন