স্বামী ও সন্তানদের নিয়ে নিরাপদে থাকতে চাই: টুটুলের স্ত্রী
স্বামী ও সন্তানদের নিয়ে নিরাপদে বেঁচে থাকার আকুতি জানিয়েছেন দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হওয়া প্রকাশক আহমেদুর রশিদ টুটুলের স্ত্রী শামিম রুনা।
রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সে সময় একই দাবি জানিয়েছেন ওই হামলায় আহত লেখক তারেক রহিম এবং সুদীপ কুমার বর্মন ওরফে রণদীপম বসুর স্বজনরা।
শামিমা রুনা অভিযোগ করে বলেন, এ বছরের ফেব্রুয়ারি মাসে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেও প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। জিডি করার পরও আমরা কোনো নিরাপত্তা পাই নাই। গত ২৮ ফেব্রুয়ারি জিডি করা হয়েছিল, এতদিনে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত ছিল।
এদিকে, সাম্প্রতিক হত্যাকাণ্ডে সরকারের ভেতর থেকেই হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
শনিবার শুদ্ধস্বরের কর্ণধারসহ তিনজনকে গুলি করে ও কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, সরকার এখানে সম্পূর্ণরুপে ব্যর্থ এবং সরকারের ভেতর থেকে এই হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। এর ফলেই হত্যাকারীরা নির্বিঘ্ন থাকছে এবং একের পর এক এই হত্যাকাণ্ডগুলো করছে।’
প্রসঙ্গত, শনিবার দুর্বৃত্তদের হামলায় ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বর’র কর্ণধার আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম এবং সুদীপ কুমার বর্মন ওরফে রণদীপম বসু আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়া মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে অভিজিতের বইয়ের আরেক প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির স্বত্বাধিকারী আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন