স্বামী-সন্তানদের পথের অপেক্ষায় সুমাইয়াও

স্বামী সন্তানদের পর এবার একই পথে চলে যেতে হচ্ছে রাজধানীর উত্তরায় আগুনে দগ্ধ গৃহবধূ সুমাইয়া আকতারকেও (৩৫)। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসক এবং স্বজনরা বলছেন। যেকোনো সময় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মোহাম্মদপুরের বেসরকারি সিটি হাসপাতালের বার্ন, প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিভাগের ডা. মুহাম্মদ সাঈদ ইমরানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে এই গৃহবধূর।
শুক্রবার দুপুরে তিনি বলেন, আজ (শুক্রবার) সকাল ১০টার দিকে সুমাইয়া আকতারের পুড়ে যাওয়া ক্ষতে ড্রেসিং করা হয়েছে। তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে আছেন। যে কোনো সময় লাইফ সাপোর্ট নেওয়া হতে পারে। সুমাইয়ার অবস্থা দু-তিন দিন আগে যেমন ছিল, এখনও তেমন অপরিবর্তিত রয়েছে। তার শরীরের ৯০ ভাগই দগ্ধ। রক্তের লোহিত কণিকা অনেক কম। বৃহস্পতিবার দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। আজও দুই ব্যাগ রক্ত দেওয়া হবে। অবস্থা যেকোনো সময় অবনতি হতে পারে জানিয়েছেন এই চিকিৎসক।
হাসপাতালে সুমাইয়ার স্বামী নিহত প্রকৌশলী শাহনেওয়াজের ভাই কামরুল আহসান সাংবাদিকদের জানান, সুমাইয়ার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমাদের মানসিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। তিন ছেলের মধ্যে বেঁচে থাকা মেঝ ছেলে জারিফ বিন নেওয়াজের অবস্থার উন্নতি হচ্ছে। আগুনে সামান্য পুড়ে যাওয়া জারিফের দুই পায়ে চিকিৎসা চলছে। তাকে এখনো বাবা ও ভাইদের খবর জানানো হয়নি। এই শিশুকে এখন কে লালন-পালন করবে। মা-বাবার অভাব কোনোভাবে পুরণীয় নয় বলে তিনি কেঁদে ফেলেন।
উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি ভোরে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির সপ্তম তলায় রান্নাঘরে গ্যাস লাইন বিস্ফোরিত হয়। আগুনে ঢাকার মার্কিন দূতাবাসে কর্মরত প্রকৌশলী শাহনেওয়াজ ও তার স্ত্রী সুমাইয়া, তিন ছেলে সারলিন (১৪), জারিফ (১১) ও জারান (১৪ মাস) দগ্ধ হয়। শাহনেওয়াজের শরীরের ৯৫ শতাংশ, সুমাইয়ার ৯০ শতাংশ, সারলিনের ৮৮ শতাংশ, জারিফের ৬ শতাংশ এবং জায়ানের ৭৪ শতাংশ পুড়ে যায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে প্রায় ১১ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে বিকেলে সারলিন এবং সন্ধ্যায় জায়ান মারা যায়। পরদিন শনিবার বাবা শাহনেওয়াজও মারা যান।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন