স্বীকৃতি দেওয়ার জন্যে সরকারের এত আগ্রহ ভাল লক্ষণ নয় : আল্লামা সুলতান যওক নদভী

কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার জন্যে সরকারের এত আগ্রহ ভাল লক্ষণ নয় বলে মন্তব্য করেছেন ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর সভাপতি ও জামিয়া দারুল মা’রিফের মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী।
তিনি বলেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার জন্যে সরকারের এত আগ্রহ ভাল লক্ষণ নয়। ভারতের দারুল উলূম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুভী (রাহ.) প্রণীত ৮ মূলনীতির মধ্যে ৭নং মূলনীতিতে সরকারের যেই কোন অংশীদারিত্ব কওমি মাদ্রাসার জন্যে ক্ষতিকর বলে লিখেছেন। এটা মেনে চলার ব্যাপারে আমাদের সকলকে মজবুত থাকতে হবে।
তিনি আরো বলেন, কওমি সনদের স্বীকৃতি নয়, বরং সনদের মান গ্রহণের জন্যে হাটহাজারীর হুজুর যেসব শর্ত দিয়েছেন, তার সাথে আমি সম্পূর্ণ একমত।
আজ (১০ ডিসেম্বর) শনিবার সকাল ১০টায় দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় মহাপরিচাল, দেশের শীর্ষ আলেম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে দেশের কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড সমূহের শীর্ষস্থানীয় প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে এক সভায় তিনি এ কথা বলেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহা পরিচালক আল্লামা আব্দুল হালিম বুখারী, জামিয়া দারুল মা’আরিফের পরিচালক আল্লামা সুলতান যওক নদভী, আল্লামা নূর হুসাইন কাসেমী, আল্লামা আশরাফ আলী, ইকরার মহাপরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, আল্লামা আনোয়ার শাহ কিশোরগঞ্জ, আল্লামা জুনাইদ বাবুনগরী, মুফতী রুহুল আমীন গহরডাঙ্গা, আল্লামা জুবায়ের আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আরসাদ রহমানী প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন