স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কম হয়েছে

অন্যান্য সব খাতের তুলনায় স্বাস্থ্য খাতে অনেক কম বাজেট বরাদ্দ দেয়া হয়েছে। একই সঙ্গে কম দেয়া হয়েছে শিক্ষা খাতেও। অথচ এই দুটি খাত একটি অপরটির সঙ্গে জড়িত।
চলতি ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট নিয়ে এমনই মন্তব্য করলেন তত্বাবধায়ক সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। শনিবার রাজধানীর সেনা কল্যাণ অডিটোরিয়ামে এক পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে জাগো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
কেমন চলছে দিনকাল জানতে চাইলে তিনি বলেন, গতকাল দেশে ফিরেছি। অাজতো কেটে গেল অনুষ্ঠানেই। অাগামীকাল থেকে অাবারো ব্যস্ত হয়ে পড়বো।
এসময় দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে জানতে চাইলে সাবেক এই উপদেষ্টা বলেন, প্রাইভেট সেক্টরে শিক্ষার উন্নতি হয়েছে। পাবলিক সেক্টরে মোটেও ভালো হচ্ছে না। সরকারের উচিত এ সেক্টরটিকে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে নেয়া।
একইভাবে তিনি বর্ণনা দিলেন দেশের স্বাস্থ্য ব্যবস্থার। তিনি বললেন, শিক্ষায় গুরুত্ব দিলে স্বাস্থ্যের ঘাটতি পূরণ হয়ে যাবে। দেশের বেশির ভাগ মানুষ প্রকৃত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। তবুও এই খাতে সরকারের বাজেট কম। এসব খাতকে সর্বাত্মক অগ্রাধিকার দেয়া উচিত সরকারের। তবেই নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।
রাদেশা কে চৌধুরী বলেন, বিভিন্ন খাতে যে বাজেট ঘোষণা করা হয়েছে সেগুলো যদি পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয় তাহলেই হয়। অাশা করছি সরকার প্রতিটি খাতকে সমান গুরুত্ব দেবে।
সবশেষে তিনি বলেন, সরকারের পাশাপাশি দেশকে এগিয়ে নিতে হলে প্রতিটি মানুষকে এগিয়ে অাসতে হবে। তবেই অামরা এগিয়ে যাবো।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন