স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে প্রতিটি ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিল-মোহর ব্যবহার করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম, বাংলাদেশ পোস্ট অফিসের মহাপরিচালক এ বি এম হুমায়ুন, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং এবং বাংলাদেশ পোস্ট অফিসের পরিচালক মো. ফাউজুল আজিম এ সময় উপস্থিত ছিলেন।
স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড আজ থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরোতে এবং পরে সারাদেশের অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসমূহে পাওয়া যাবে।
এ উপলক্ষে দেশে প্রধান চারটি জিপিওতে উদ্বোধনী খামের জন্য একটি বিশেষ সিল-মোহর ব্যবহার করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













