স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে প্রতিটি ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিল-মোহর ব্যবহার করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম, বাংলাদেশ পোস্ট অফিসের মহাপরিচালক এ বি এম হুমায়ুন, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং এবং বাংলাদেশ পোস্ট অফিসের পরিচালক মো. ফাউজুল আজিম এ সময় উপস্থিত ছিলেন।
স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড আজ থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরোতে এবং পরে সারাদেশের অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসমূহে পাওয়া যাবে।
এ উপলক্ষে দেশে প্রধান চারটি জিপিওতে উদ্বোধনী খামের জন্য একটি বিশেষ সিল-মোহর ব্যবহার করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন