স্মার্ট কার্ড গ্রহণ করলেন জাতীয় দলের ক্রিকেটাররা

আজ (২ অক্টোবর) থেকে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে এই কার্যক্রমের প্রথম দিনেই পুরানো জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে নতুন স্মার্ট কার্ড গ্রহীতার বেশির ভাগই ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।
নতুন এই প্রযুক্তির স্মার্ট কার্ডে দশ আঙুলের ছাপ ও চোখের মণির ব্যবহার থাকছে। মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এই স্মার্ট কার্ডের সূচনা হয়। এরপর বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা কার্ড গ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে সংক্ষিপ্ত ফরমেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, নাসির হোসেন, ইমরুল কায়েস ও তাইজুল ইসলাম এই স্মার্ট কার্ড গ্রহণ করেন। তার আগে সবাই পুরনো জাতীয় পরিচয়পত্রটি প্রধান নির্বাচন কমিশনারের হাতে ফিরিয়ে দিয়ে দেন এরপর মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে নতুন এই স্মার্ট কার্ড গ্রহণ করেন।
গতকাল (১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ জিতে সিরিজ জিতেছিলো টাইগাররা। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয় দলকে আফগানিস্তান সিরিজ জয়ে অভিনন্দন জানিয়ে বলেন, “আমি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি। আমি তোমাদের কালকের খেলা দেখেছি।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন