রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্মার্ট কার্ড নিলেই বিপদ!

ইসির দেয়া স্মার্ট কার্ড নিয়ে বিপদে পড়ছেন সাধারণ নাগরিকরা। ব্যাংক থেকে শুরু করে মোবাইল সিম কেনা পর্য্ন্ত সব যায়গায় স্মার্টকার্ড ভোগান্তি।

সংশ্লিষ্টরা বলছেন, স্মার্ট কার্ড ১০ ডিজিটের। আগের এনআইডি কার্ড নম্বর ১৭ ডিজিটের এবং কারো কারো ১৩ ডিজিটের। প্রায় ১০ কোটি নাগরিকের এমন কার্ড রয়েছে। কিন্তু এই ১০ ডিজিটের নম্বর সংবলিত স্মার্টকার্ডের তথ্যই সার্ভারের সঙ্গে মিলছে না। ফলে যারা সংশোধন করতে আসছেন, তাদের কোনো তথ্যই সংশ্লিষ্ট কর্মকর্তারা খুঁজে পাচ্ছেন না।

আবার যারা ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা নিতে যাচ্ছেন, তারাও প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। এক্ষেত্রে ব্যাংক বা অন্য কোনো সেবাদাতা প্রতিষ্ঠানও স্মার্ট কার্ডের ১০ ডিজিটের নম্বর দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডি তথ্য পাচ্ছে না।

নাগরিকদের স্মার্ট সেবা দেয়ার জন্য নির্বাচন কমিশন সারা দেশে প্রায় ৯ কোটি স্মার্ট কার্ড বিতরণ শুরু করছে। কিন্তু এ কার্ড নিয়ে সেবার পরিবর্তে উল্টো ভোগান্তিতে পড়ছেন নাগরিকরা।

রামনা ১৬ নাম্বার ওয়ার্ডের মুক্তাদি ভোটার হয়েছেন ২০১২ সালে। স্মার্ট কার্ড নিয়ে ‘সিস্টেম আপডেট’ না হওয়ায় ব্যাংক একাউন্ট খোলাসহ অনেক কাজই করতে পারছেন না তিনি।

তিনি বলেন, সার্বারে স্মার্ট কার্ডের কোন তথ্য দেয়া নেই। এ কারণে এটি দিয়ে কোন কাজ হচ্ছে না, আমি বিপদে আছি, আগের লেমনেটিং কার্ডটি জমা দিয়েছি।

স্মার্ট কার্ডের ১০ ডিজিট নিয়ে নাগরিকদের ‘ভোগান্তি’র কথা স্বীকার করে নিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আইডিইএ প্রকল্পের টেকনিক্যালে এক্সপার্ট এস এম রকিবুজ্জামান নিয়ন।

রকিবুজ্জামান নিয়ন জানান, “ব্যাংক একাউন্ট খোলাসহ নানা কাজে যেখানে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার রয়েছে, সেখানে স্মার্ট কার্ডের ১০ ডিজিট ব্যবহার করতে গিয়ে সাময়িক ঝামেলা হচ্ছে বলে শোনা যাচ্ছে। স্মার্ট কার্ডের তথ্য সংশোধনেও একই সমস্যা হতে পারে।”সিস্টেম আপডেট না করায় এ সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, “আমরা মাত্র স্মার্ট কার্ড বিতরণ শুরু করেছি। ইতোমধ্যে কিছু জটিলতা চিহ্নিত করতে পেরেছি। নতুন কার্যক্রম নিলে কয়েকদিন অসুবিধা হলেও পরবর্তীতে ঠিক হয়ে যাবে।

প্রসঙ্গত, বর্তমানে দেশের প্রায় ১০ কোটি ভোটারের মধ্যে মোটামুটি নয় কোটির হাতে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র রয়েছে। তাদের সেই পুরনো পরিচয়পত্র জমা নিয়ে ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সব নাগরিকের হাতে স্মার্টকার্ড বিতরণ করবে নির্বাচন কমিশন। বাকি ১ কোটি ভোটারের বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ইসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা