সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘স্মার্ট’ ক্রিকেট টুর্নামেন্টে ‘আনস্মার্ট’ টিভি রিপ্লের শিকার তামিম?

চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরকে বলা হচ্ছে পৃথিবীর প্রথম ‘স্মার্ট ক্রিকেট টুর্নামেন্ট’। এই টুর্নামেন্টে এমন সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা আগে কখনও হয়নি। কিন্তু উদ্বোধনী ম্যাচে প্রশ্ন উঠেছে এই প্রযুক্তির ব্যবহার নিয়েই। ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৩৬ তম ওভারে অধিনায়ক মাশরাফির বলে ইংলিশ অধিনায়ক এউইন মরগ্যানের একটি ক্যাচ নেন তামিম ইকবাল। কিন্তু সেটা ক্যাচ নাকি ক্যাচ নয়, তা নিশ্চিত করতে পারেনি টিভি রিপ্লে! বিষয়টি সমর্থকদের পাশাপাশি মানতে পারছেন না খোদ তামিম ইকবাল!

ঘটনা হলো, ৩৬তম ওভারের ৪র্থ বলটিতে ক্যাচ তুলে দেন ২২ রানে ব্যাট করতে থাকা মরগ্যান। অপূর্ব দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দী করেন তামিম। দুর্দান্ত ক্যাচটি যে তিনি তালুবন্দী করেছেন তা বারবার ইঙ্গিত করে বোঝাচ্ছিলেন। কিন্তু মরগ্যান সন্দেহ প্রকাশ করলেন। সিদ্ধান্তের ভার গেল থার্ড আম্পায়ারের কাছে। টিভি রিপ্লে দেখে অপর ফিল্ড আম্পায়ারের সঙ্গে আলোচনা করে ‘নট আউট’ এর সফট সিগন্যাল দিলেন সুন্দরম রবি।

টিভি রিপ্লেতে পেছন থেকে দেখে মনে হচ্ছিলো আউট। সামনে থেকে দেখানোর পর অবশ্য একটু সংশয় জেগেছে। তাই এই ফুটেজ দেখে পরিস্কার করে কিছু বলার সুযোগ নেই। যে কারণে ‘বেনিফিট অব ডাউট’ থেকে জীবন পেয়ে যান মরগ্যান। প্রশ্ন উঠেছে এখানেই। টাইগার ক্যাপ্টেন মাশরাফি আম্পায়ারদের সিদ্ধান্তকে সম্মান করে বলেছেন, “তামিম পুরোপুরি নিশ্চিত ছিল যে ওটা ক্যাচ হয়েছে। সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে কিনা জানি না। যেহেতু ফিল্ডার বলছিল, সেক্ষেত্রে আরও ক্লোজ করে দেখলে হয়ত আরও ভালো বোঝা যেত। তবে মাঠে যে ফিল্ডার থাকে, তার মত অনেক গুরুত্বপূর্ণ। সে এখনও পর্যন্ত আত্মবিশ্বাসী যে ওটা ক্যাচ ছিল। ”

নট আউট ঘোষণার পর বিস্মিত, হতবাক তামিম ছুটে যান ফিল্ড আম্পায়ারের কাছে। টিভিতে সেই দৃশ্য দেখেছে কোটি কোটি দর্শক। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার আর সুযোগ নেই। তবে ম্যাচ শেষে তামিম বলেছেন, “আমি এখনও নিশ্চিত ক্যাচটি ঠিক ছিল। মাঠের আম্পায়ার সফট সিগন্যাল নট আউট দেওয়ার কারণেই হয়ত শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত টিকে গেছে। ফিল্ডার হিসেবে আমার মনে হয়েছে আমি ঠিকভাবেই ক্যাচটি নিয়েছিলাম। ”

একটি ক্যাচই হয়তো গতকালের ম্যাচটির মোড় ঘুরিয়ে দিতে পারত। একটি উইকেট যেত। একটি বল ডট হতো। একটি বলই তো অনেক ব্যবধান গড়ে দিতে পারে। কিংবা এমনও হতে পারত, সেটি আসলে আউট ছিল না। এমন স্মার্ট টুর্নামেন্টের প্রথম দিনটিতে এমন আনস্মার্ট প্রযুক্তি দেখে সমালোচনা ঝড় উঠেছে। মরগ্যান আউট হোক আর না হোক, টিভি রিপ্লে দর্শকদের খুশি করতে পারেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির