স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার লিড
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে আজহারের ডাবল সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছিল পাকিস্তান। এরপর ঘরের মাঠে প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে সঠিক জবাব দিচ্ছে স্বাগতিকরা।
চেনা মাঠে ওয়ার্নার ও স্মিথের সেঞ্চুরির সঙ্গে উসমান খাজার ৯৭ রানের ইনিংসের সাহায্যে চতুর্থ দিন শেষ অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৪৬৫ রান। আগামীকাল শেষ দিনে মাঠে নামার আগে ২২ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
ওপেনিংয়ে নেমে গতকাল (বুধবার) টেস্ট ক্যারিয়ারের নিজের ১৬তম সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ১৪৩ বলে ১৭টি চার ও একটি ছক্কায় ১৪৪ রানের মূল্যবান এক ইনিংস খেলেছিলেন তিনি। চলতি বছর টেস্ট ও ওয়ানডে মিলিয়ে তার সেঞ্চুরির সংখ্যা ৯টি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এটি তার প্রথম সেঞ্চুরি।
গতকাল ১০ রান নিয়ে অপরাজিত ছিলেন স্টিভেন স্মিথ। আজ সেখান থেকে টেস্ট ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে নেন অস্ট্রেলিয়া অধিনায়ক। মেলবোর্নে এটি তার টানা তৃতীয় শতরানের ইনিংস। ১৬৮ বলে ৯টি চারের সাহায্যে ঠিক ১০০ রানে অপরাজিত রয়েছেন তিনি।
গতকালের ৯৫ রান নিয়ে খেলতে নামা খাজা মাত্র ২ রান দলের স্কোরশিটে যোগ করেই ওয়াহাব রিয়াজের শিকার হয়েছেন আজ। ফলে সেঞ্চুরির জন্য তিন রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
খাজার বিদায়ের পর পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে ৯২ রানের জুটি গড়েন স্মিথ। সোহাইল খানের বলে সামি আসলামের হাতে ক্যাচ তুলে দেয়া হ্যান্ডসকম্ব তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি, করেছেন ৫৪ রান। ম্যাডিসন প্যাভিলিয়নে ফিরেছেন ২২ রান করে।
পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সোহাইল খান, ইয়াসির শাহ ও ওয়াহাব রিয়াজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন