স্মৃতিশক্তি বৃদ্ধি করবে গাঁজা!
গবেষকরা একটি গবেষণার মাধ্যমে জানতে পেড়েছেন, স্বল্প পরিমাণে গাঁজা সেবন করলে মস্তিষ্কের ক্ষতি কমে এবং জ্ঞানীয় দক্ষতা উন্নত করে। গবেষণায করা হয়েছিল কীভাবে মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধি করা যায় এবং মানুষের ডিমেনশিয়া দূর করা যায়।
গাঁজায় আসক্তি হলে, বা সে আসক্তি বাড়াবাড়ি পর্যায়ে গেলে জীবনে বিপদ ডেকে আনতে পারে। তবে গবেষকরা বলছেন পরিমাণমতো গাঁজা ওষুধ হিসেবে সেবন করলে অনেক উপকার পাওয়া যায়।
গবেষণায় জানা যায়, মস্তিষ্কের বয়স খুব দ্রুত বেড়ে যায়। কারণ, তিথ্রাহাইড্রোক্যানাবিনলের জন্য কোনও কার্যকরী রিসেপটর না থাকায় মস্তিষ্কে এই ক্ষতি দ্রুততর হয়। এই কেমিক্যাল মনস্তাত্ত্বিক প্রভাবগুলির জন্য দায়ী।
জার্মানিতে বন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রিয়াস জিমমার বলেন, বৃদ্ধ বয়সের সঙ্গে সঙ্গে মস্তিষ্কে স্বাভাবিকভাবেই গঠিত ক্যান্নাবিনয়েডের পরিমাণ হ্রাস পায়। যখন ক্যান্নাবিনয়েডের সিস্টেম কার্যকারিতা কমে যায়, তখন আমরা মস্তিষ্কে দ্রুত বৃদ্ধির দিকে নজর রাখি।পরিমাণমত কিছুদিন গাঁজা সেবনের ফলে যে পরিবর্তনগুলো পাওয়া যাবে-
মৃগীরোগ কমায়:
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২০১৩ সালেই জানিয়েছেন, মারিজুয়ানা বা গাঁজা একটি নির্দিষ্ট মাত্রায় নিলে মৃগী বা এ ধরণের কিছু স্নায়ুরোগ থেকে দূরে থাকা যায়। বিজ্ঞান বিষয়ক সাময়িকী জার্নাল অফ ফার্মাকোলজি অ্যান্ড এক্সপেরিমেন্টাল থেরাপিউটিক্স-এ ছাপাও হয়েছে তাদের এই গবেষণালব্ধ তত্ত্ব।
ক্যানসার প্রতিরোধ:
এই বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারিভাবেই স্বীকার করেছে। ২০১৫ সালে সে দেশের ক্যানসার বিষয়ক ওযেবসাইট ক্যানসার অর্গ-এ জানানো হয়, গাঁজা অনেক ক্ষেত্রে টিউমারের ঝুঁকি কমিয়ে ক্যানসার প্রতিরোধে ভূমিকা পালন করে।
কেমোথেরাপির ক্ষতি কমায়:
ইউএস এজেন্সি ফর ড্রাগ জানিয়েছে, গাঁজা ক্যানসার রোগীর রোগযন্ত্রণা অন্যভাবেও কমায়। ক্যানসার রোগীকে এক পর্যায়ে কেমোথেরাপি নিতে হয়। কেমোথেরাপির অনেক পার্শ্ব প্রতিক্রিয়া। মারিজুয়ানা কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়াজনিত অনেক ক্ষতি কমিয়ে দেয়।
স্ট্রোকের ঝুঁকি কমায়:
এটি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ নটিংহ্যামের গবেষকদের উদ্ভাবন। তারা গবেষণা করে দেখেছেন, মারিজুয়ানা মস্তিষ্ককে সুস্থ রাখতেও সহায়তা করে। ফলে স্ট্রোকের ঝুঁকি কমে।
ব্যথা নিরোধ:
ডায়াবেটিস চরম রূপ নিলে রোগীদের অনেক সময় হাত-পা এবং শরীরের নানা অংশে জ্বালা-যন্ত্রণা হয়। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকরা বলছেন, ক্যানাবিস সেই যন্ত্রণা লাঘব করতে সক্ষম।
হেপাটাইটিস’সি-র পার্শ্বপ্রতিক্রিয়া কমায়:
হেপাটাইটিস সি-র পার্শ্বপ্রতিক্রিয়াও কমায় মারিজুয়ানা। নির্দিষ্ট মাত্রায় ওষুধের মতো গাঁজা সেবন করিয়ে দেখা গেছে এই রোগে আক্রান্তদের শতকরা ৮৬ ভাগেরই পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কমেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন