স্যামি যখন ক্যামেরাম্যান
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমিনেটর রাউন্ডে অনন্য এক উদযাপন দেখলো ক্রিকেটবিশ্ব। আর তার কারিগর ছিলেন ক্যারিবিয় দলের হয়ে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক ড্যারেন স্যামি। মোহাম্মদ নবিকে যখন সোহান রান আউট করলেন সঙ্গে সঙ্গে দলের সকল খেলোয়াড়দের নিয়ে তোলেন নিজ হাতে অদৃশ্য গ্রুপ ছবি। দলের সাফল্যকে বাঁধিয়ে রাখেলন তার সোনার হাতে।
শুরুটা অবশ্য আগের ম্যাচেই করেছিলেন ক্যাসরিক ইউলিয়ামস। উইকেট পাওয়ার পর নিজের হাতে সেলফি তোলা। মঙ্গলবার শোয়েব মালিককে যখন ফরহাদ রেজা আউট করলেন তখন এ বোলারকে নিয়ে সেলফি তোলেন উইলিয়ামস। তবে পূর্ণতা এনে দেন স্যামি।
১৯তম ওভারে দুই রান করতে গিয়ে রান আউটে কাটা পড়েন নবি। তখনই শুরু। দুই বল পর যখন আবার আব্দুর রাজ্জাক আউট হলে আবারও সে একই উদযাপন। দলের সকল খেলোয়াড়কে ডেকে তোলেন গ্রুপ ছবি। এমনকি বাদ পড়েননি দ্বাদশ খেলোয়াড়ও।
বার বার স্যামি তুলে যাচ্ছেন খেলোয়াড়দের ছবি। কিন্তু এ ছবিতে কোথাও নেই স্যামি। তা কি হয়? ওই ওভারের শেষ বলে যখন তাসকিন আহমেদ আউট হলেন তখন দলের খেলোয়াড়দের ক্যামেরায় বন্দী হলেন স্যামি। সবাই মিলে এবার তুললেন স্যামির ছবি।
ছবিগুলো স্যামি ও রাজশাহীর খেলোয়াড়রা অদৃশ্য ক্যামেরায় তুললেও তা গেঁথে যায় হাজারো ক্রিকেট প্রেমীর হৃদয়ে। কেন স্যামি দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক তার প্রমাণও মেলে। দলকে উজ্জীবিত করতে তার জুরি নেই। তার প্রেরণায় এদিন গেইল-তামিমের শক্তিশালী চিটাগাংকে ১৪২ রানে আটকে রাখতে পেরেছে রাজশাহী।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন