সড়কে প্রাণ গেল দুই পুলিশ কর্মকর্তার
রাজধানী ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরের কাছে গোলচত্বর এলাকা এবং রাজশাহীতে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের দুই কর্মকর্তা নিহত হয়েছে।
রাজশাহীতে নিহত পুলিশ কর্মকর্তা এএসআই চঞ্চল কুমার সরকার একটি মামলায় হাজিরা দিতে ঢাকা থেকে রাজশাহী গিয়েছিলেন।আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরের আদালত এলাকার কাছে দুর্ঘটনা তিনি প্রাণ হারান।
এদিকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় একটি চলন্ত বাসের ধাক্কায় মো. শফিক নামে ৩০ বছর বয়সী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হন।
নিহত এসআই শফিক পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য ছিলেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, এসআই শফিক গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বলাকা সিটিং সার্ভিসের একটি বাসে করে ফিরছিলেন।
বাসটি গোলচত্বরে যাত্রী তোলার জন্য দাঁড়ালে সুপ্রভাত নামে আরেকটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে এসআই শফিকসহ বলাকা বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
এসআই শফিককে দ্রুত উত্তরার সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আজ মঙ্গলবার সকালে রাজশাহীতে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয় এবং এতে মোটরসাইকেল আরোহী পুলিশের এএসআই চঞ্চল সরকার গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আড়াই বছর পর কারাগার থেকে বের হলেন পি কে হালদার
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ভারতেরবিস্তারিত পড়ুন
আয়কর রিটার্ন জমার সময় আবারও এক মাস বাড়লো
ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় আরওবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরেরবিস্তারিত পড়ুন