সড়কে মৃত্যুর মিছিল: একদিনে ২২ প্রাণ

প্রতিদিনই ঝরে যাচ্ছে তাজা প্রাণ। সড়কে থামছেনা মৃত্যুর মিছিল। এ মিছিলে আজও যোগহয়েছে আরও ২২ টি তাজা প্রাণ। মঙ্গলবার সকাল থেকে সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। রাজশাহীতে দুই বাসেরমুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আরো ৭ জন।
যশোরে বাস উল্টে অকালে প্রাণ হারিয়েছেন ৩ জন। খুলনায় নিহত হয়েছেন আরো একজন। গাজীপুরেরকালিয়াকৈরে কংক্রিট মিক্সারের চাপায় নিহত হয়েছেন হিন্দু ধর্মাবলম্বী পোশাক শ্রমিক।
জগঞ্জের শাহজাদপুর, রাজশাহী, যশোর ও বাগেরহাটে পৃথক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।
শাহজাদপুর(সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের শাহজাদপুরের গাড়াদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের আটজনসহ নয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- জালাল উদ্দিন (৪০), রেনু খাতুন (২৮), ফিরোজা খাতুন (২৭), অজুফা খাতুন (৬০), অঞ্জনা খাতুন (২৫), বন্যা (১০), মোকবেল হোসেন (৪০) নছিমন ড্রাইভার ছোবাহান আলী (৩৫), ঝর্ণা খাতুন (২৫)। নিহত সবার বাড়ি শাহজাদপুর উপজেলার বড় মহারাজপুর গ্রামের বলে জানা গেছে।এদিকে দ্বিতীয় দফা দুপুর সাড়ে ১২টার দিকে গাড়াদহ খেয়াঘাট সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে বাসচাপায় এক কলেজ ছাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে।
রাজশাহী: রাজশাহীর দেওয়ানপাড়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জন। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর সদরের নতুনহাট এলাকার ইলাহী বক্সের ছেলে আয়ুব আলী (৪৫) ও মালঞ্চী গ্রামের
মৃত হাতেম আলীর ছেলে ওহেদ আলী (৪০)। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট: বাগেরহাটের রামপালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রেজাউল করিম খান (৪৫) নামে এক যাত্রী নিহত
হয়েছেন। এ সময় আরো অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন