সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সড়ক দুর্ঘটনার মৃত্যুতে কেন ক্ষতিপূরণ নেই?

১৯৮৯ সালে দৈনিক সংবাদের বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন মন্টু মতিঝিলের আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গাড়ির ধাক্কায় নিহত হন। ১৯৯১ সালে তার স্ত্রী রওশন আরা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে মামলা করেন। ২৫ বছর পর ২০১৪ সালের ২০ জুলাই সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টুর পরিবারকে ৩ কোটি ৫২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নিম্ন আদালতের রায় বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। সড়ক দুর্ঘটনায় নিহত কাউকে ক্ষতিপূরণ দিয়ে রায় ঘোষণা দেশে এটিই প্রথম বলে জানান আইনজীবীরা।

গত কয়েক বছরে বাংলাদেশ বেশ কয়েকজন খ্যাতনামা ব্যক্তিত্বকে সড়ক দুর্ঘটনায় হারিয়েছে। চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চলচ্চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীর ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোঁকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। ২০১৪ সালের ২৯ নভেম্বর বাসসের সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক, আন্তর্জাতিক বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরী কারওয়ানবাজার এলাকায় বাস থেকে নামতে গিয়ে সেই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে নিহত হন।

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির ক্ষেত্রে অপরাধীর শাস্তি হওয়ার নজির যেমন কম, তেমনি নেই কোনও ক্ষতিপূরণ ব্যবস্থা। আইনজীবীরা বলছেন, মটর ভেহিক্যাল অ্যাক্ট-এ সে রকম ক্ষতিপূরণের কথা বলাও নেই। ফৌজদারি আইনে অপরাধ এবং শাস্তির কথা বলা থাকে কেবল,আর  ক্ষতিপূরণ হল দেওয়ানি বিষয়। চাইলে যে কেউ সেই সুযোগ নিতে পারেন। কিন্তু যে ক্ষতিপূরণের জন্য ২৫ বছর অপেক্ষা করতে হয়েছে সাংবাদিক মন্টুর পরিবারকে, তেমন দীর্ঘসূত্রিতায় ক্ষতিগ্রস্তরা পড়তে চান না।

কে ক্ষতিপূরণ দেবে এবং কাকে দেবে সেসব নিয়ে সুনির্দিষ্ট করে বলা নেই সড়ক পরিবহন আইন ২০১৫-তেও।  যদিও আইনটি এখনও খসড়া অবস্থায় রয়েছে। গত বছরের মাঝামাঝি খসড়ার কাজ সম্পন্ন হলেও এখন পর্যন্ত আইনটি আলোর মুখ দেখেনি। মানবাধিকার কর্মীরা বলছেন, প্রাণের কোন ক্ষতিপূরণ হয়না। তারপরও পরিবারের যে আর্থিক ক্ষতি হয়, সেটা পাওয়ার জন্য যে দীর্ঘদিনের লড়াই সেটি আইনিভাবে দ্রুত করার সময় এসেছে। একজন কর্মক্ষম ব্যক্তি সারাজীবনে যে পরিমাণ আয় করতে পারতেন, সেটা বিবেচনায় নিয়ে অপরাধীর কাছ থেকে বিচারিক প্রক্রিয়ার শুরুতেই আর্থিক ক্ষতিপূরণ নেয়ার ব্যবস্থা করা জরুরি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ‘বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবদেন-২০১৫’অনুযায়ী, ২০১৫ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আট হাজার ৬৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। মোট দুর্ঘটনা হয়েছে ছয় হাজার ৫৮১ টি। এসব দুর্ঘটনায় নিহতের প্রায় ৫২ ভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

দেশের ১০টি জাতীয় দৈনিক, ৬টি স্থানীয় সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলসমূহে প্রচারিত সড়ক দুর্ঘটনার সংবাদ নিয়মিত মনিটরিং করে এ প্রতিবেদন বানানো হয়েছে। এবছর শুরুতেই ৯ জানুয়ারি বাংলাদেশের বিভিন্ন মহাসড়কে আলাদা দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং আরো অন্তত ৩৪ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাজধানীতেই দুই শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে।

২০১১ থেকে ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনতে বাংলাদেশ জাতিসংঘে অঙ্গীকার করেছিল। এই লক্ষ্যমাত্রা নির্ধারণে বাংলাদেশ সইও করেছে। এরপরও যথাযথ উদ্যোগের অভাবে সড়ক দুর্ঘটনার সংখ্যা ২০১৪ এর তুলনায় বেড়েছে।২০১৪ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ৫ হাজার ৯২৮টি। এসব দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৮ হাজার ৫৮৯ জন। আর আহত হয়েছিলেন ১৭ হাজার ৫২৪ জন।

এতো উদ্যোগের পরও বাস্তবায়নের অভাবে সড়ক দুর্ঘটনা কমছে না উল্লেখ করে এর প্রতিরোধে মন্ত্রণালয়ে আলাদা সেল গঠন ও দুর্ঘটনায় শিকার ব্যক্তির ক্ষতিপূরণ আদায়সহ যাত্রী বীমা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। সংগঠনটির প্রধান ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করেছেন অশিক্ষিত চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, আইন ও তার যথাযথ প্রয়োগের অভাবকে। তিনি মনে করেন সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ আদায় করলে তা অনেকাংশে কমে আসবে।

ক্ষতিপূরণের বর্তমান আইনে কোন সুব্যবস্থা আছে কিনা জানতে চাইলে ব্যরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, মটর ভেহিক্যাল অ্যাক্ট এ সেরকম ক্ষতিপূরণের কথা বলা নেই। ফৌজদারি আইনে অপরাধ এবং শাস্তির কথা বলা থাকে কেবল, আর ক্ষতিপূরণ হল দেওয়ানি বিষয়। তবে কেউ ফৌজদারি মামলা করার পাশাপাশি দেওয়ানি আদালতে ক্ষতিপূরণের মামলা করায় কোন বাধা নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা