রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৯ জনের মৃত্যু

দেশের বিভিন্ন অঞ্চলে পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এনা পরিবহনের বাসচাপায় চারজন, পাবনায় দুজন, নাটোরে দুজন ও যশোরের কেশবপুরে একজন নিহত হয়েছে।

ঢাকার বাইরে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এনা পরিবহনের একটি বাসের চাপায় রিকশার চালক ও তিন যাত্রী নিহত হয়েছেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জের মাধবপুরগামী একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক ও দুই আরোহী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক নারী আরোহীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা : সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের বাবাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিন বাসযাত্রী আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের গোপালপুর প্রতিনিধি জয়নাল আবেদীনের বাবা হাতেম আলী (৯৪) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া মহল্লার রজব আলীর ছেলে ইমতিয়াজ হাসান রুবেল (২০)। রুবেল উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের বি এ দ্বিতীয় বর্ষে পড়তেন এবং কলেজ শাখা ছাত্রলীগের সদস্য।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, বুধবার ভোরে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী নামক এলাকায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ ঘটনায় চারজন আহত হন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাতেম আলী মারা যান।

ওসি আরো জানান, এর আগে গতকাল মঙ্গলবার রাতে উল্লাপাড়া উপজেলার আরএস পল্লী বিদ্যুৎ এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হাসান রুবেল।

হালিম খান, নাটোর : নাটোরের গুরুদাসপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। পুলিশ জানায়, বেলা ১১টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজায় টোল দিচ্ছিল একটি কাভার্ডভ্যান। এ সময় ঝুটবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঝুটবাহী ট্রাকের দুজন নিহত হন। এঁরা হলেন মেহেরপুরের বাবু ও শামীম। আহত হন আরো দুজন। আহতদের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আশরাফ-উজ-জামান খান, কেশবপুর : যশোরের কেশবপুর উপজেলায় আজ সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লাকী বেগম (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার আলতাপোল গ্রামের রাজু আহম্মেদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লাকী বেগম তাঁর ছেলেশিশুকে নিয়ে কেশবপুর-চুকনগর সড়কের মঙ্গলকোট ব্রিজের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চুকনগরগামী একটি ইট বহনকারী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাকটি আটক করে। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান লাশ উদ্ধার ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে যান।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ