সড়ক দুর্ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জন আহত
নাটোরের সিংড়ায় মাইক্রোবাস খাদে পড়ে আর্মড ব্যাটালিয়ন পুলিশের পাঁচ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন।
আহতরা হচ্ছে পুলিশ সদস্য আমির হামজা, আরিফ হোসেন, রিপন, হেকমত ও ইয়াছিন আলী এবং মাইক্রোবাস চালক আবু হানিফ। এদের মধ্যে আমির হামজা আর্মড ব্যাটালিয়ন পুলিশের উপ-পরিদর্শক (এসআই)।
সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আর্মড ব্যাটালিয়ন পুলিশের এসআইসহ পাঁচ পুলিশ সদস্য পেশাগত কাজে সকালে মাইক্রোবাসে করে কুষ্টিয়া থেকে বগুড়া ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন। পথে সিংড়ার বাঁশের ব্রিজের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে চালক ও পাঁচ পুলিশ সদস্য আহত হন। প্রথমে তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে আরিফ ও রিপনের অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় আরিফ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রিপনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, দুর্ঘটনা খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এবং দুঘটনা কবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নাটোরে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
জেলার গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে দুই পরিবারের চার শিশুর মৃত্যুবিস্তারিত পড়ুন
নাটোরে বিয়ের ঘটকালী করতে গিয়ে ধর্ষণের শিকার নারী
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়ের ঘটকালী করতে গিয়ে এক নারী ঘটকবিস্তারিত পড়ুন
নাটোরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
আজ সোমবার নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবাবিস্তারিত পড়ুন