সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকার বিশ্বাস বাড়ির মোড়ে রাশিদা (৪০) ও তার মেয়ে সুমির (১২) নিহত হয়েছে।
এদিকে জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় পিকআপের চাপায় শাহীনুর রহমান নামের এক মাদ্রসার ছাত্র নিহত হয়েছে। ওই পিকআপটি আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সংগ্রাম পরিবহনের একটি কোচ ছয়ঘরিয়া এলাকার বিশ্বাস বাড়ির মোড়ে পৌঁছে রাশিদা ও সুমিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়াজ মোহাম্মদ খান জানান, কালীগঞ্জ উপজেলার নলতা তারালী সড়কের কাশিবাটি মোড়ে সড়ক দুর্ঘটনায় শাহীনুর রহমান নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
সে কালীগঞ্জ উপজেলার বাবুরাবাদ গুচ্ছগ্রামের আবুল কালাম আজাদের ছেলে। সে ইন্দ্রনগর ছিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষে পড়ত। পিকআপটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন