সড়ক দুর্ঘটনা রোধে ১৪৪টি ব্লাক স্পট চিহ্নিত

সড়ক দুর্ঘটনা রোধে সারাদেশে ১৪৪টি ব্লাক স্পট চিহ্নিত করা হয়েছে এবং এগুলো নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৫টি ব্লাক স্পটের কাজ শেষ হয়েছে। ব্লাক স্পটগুলোতে কাজ করার কারণে এবারের ঈদে ঢাকা-আরিচা মহাসড়কে কোনো দুর্ঘটনা ঘটেনি।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
প্রতিবারের মতো এবারও ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ঈদের আগে পরে মিলে দেশের বিভিন্ন স্থানে সড়কে প্রায় দেড়শ লোকের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় চালকদের বেপরোয়া ড্রাইভিংকে দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘এবারের ঈদে মৃত্যুর মিছিল দেখে আমি অবাক হয়েছি। বেপরোয়া ড্রাইভিং আমরা থামাতে পারছি না। অতিরিক্ত ট্রিপের উদ্দেশ্যে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণেই এবারের বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে। মানুষ মরছে মাছির মতো, মন্ত্রী হিসেবে আমিও এ দায় এড়াতে পারি না।’
মন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাস্তায় সার্ভিস লেন চালুর সিদ্ধান্ত হয়েছে। এসব উদ্যোগ ছাড়া দুর্ঘটনা কোনোভাবেই এড়াতে পারবো না।’
সাধারণ মানুষ ট্রাফিক আইন মানছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘চার বছর ধরে চিৎকার করছি মোটর সাইকেল আরোহীদের হেলমেট ছাড়া ড্রাইভ করা যাবে না। তিনজন মোটর সাইকেলে আরোহন করা যাবে না। সাধারণ লোক আইন মানে কিন্তু অসাধারণ লোকেরাই আইন মানতে চায় না। শৃঙ্খলা ফিরিয়ে আনাই হচ্ছে আমার বড় চ্যালেঞ্জ।’
এই সংক্রান্ত আরো সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকাবিস্তারিত পড়ুন