সোমবার, এপ্রিল ১৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হজযাত্রী নিবন্ধন : ঢাকা বিভাগে সর্বোচ্চ বরিশালে সর্বনিম্ন

চলতি বছরের হজ নিবন্ধন কার্যক্রম আগামীকাল রোববার (৩০ এপ্রিল) শেষ হচ্ছে। প্রাক নিবন্ধন ও নানা জটিলতায় একাধিকবার তারিখ পরিবর্তনের ফলে নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে সংশয়ের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তা সুষ্ঠুভাবে হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম সচিব মো. আবদুল জলিল।

শনিবার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইতোমধ্যেই বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৩ হাজার ৭৪২ জন ও সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৬৭২ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এছাড়া হজ গাইড ও মোয়াল্লেম ব্যবস্থাপনায় ২১৩ জনের নিবন্ধন আগামীকালের মধ্যেই শেষ হচ্ছে বলে জানান তিনি।

জানা গেছে, চলতি বছরের হজ নিবন্ধনে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫ হাজার ৬১৫ জন ও বরিশাল বিভাগ থেকে সর্বনিম্ন চার হাজার ৭৯৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। অন্যান্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম থেকে ২৬ হাজার ২৬১, রাজশাহী থেকে ১৮ হাজার ১৭৪, খুলনা থেকে ৮৩৫৩, রংপুর থেকে ৭৪২৯ ও ময়মনসিংহ বিভাগ থেকে ৬৭৮৮ জন নিবন্ধন করেছেন।

ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলা থেকে সর্বোচ্চ ২৫ হাজার ৬১৪ জন নিবন্ধন করেন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ১০ হাজার ১০৩ জন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার তিন হাজার ৪৫৭ জন, রাজশাহী বিভাগের বগুড়া জেলার তিন হাজার ৪০১ জন, খুলনা বিভাগের খুলনা জেলার দুই হাজার ৩৬ জন, রংপুর বিভাগের দিনাজপুর জেলার এক হাজার ৮৯৪ জন ও বরিশাল বিভাগের বরিশাল জেলার এক হাজার ৬১৪ জন নিবন্ধন করেন।

শনিবার সঙ্গে হজ নিবন্ধনের সার্বিক বিষয় নিয়ে আলাপকালে ধর্ম সচিব মো. আবদুল জলিল বলেন, সৌদি সরকারের নির্দেশনা অনুসারে ২৮ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে হজ নিবন্ধন সংক্রান্ত সব তথ্য-উপাত্ত পাঠানোর কথা থাকলেও নিবন্ধন জটিলতার কারণে নির্ধারিত সময়ে তা পাঠানো সম্ভব হয়নি।

তাহলে কীভাবে ৩০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করার সুযোগ দেয়া হলো এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ছাড়াও ভারত ও মিশরসহ বেশ কিছু দেশ নিবন্ধন সংক্রান্ত একই ধরনের জটিলতার সম্মুখীন হওয়ায় সৌদি সরকার ৩০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করে।

নির্ধারিত সময়ের মধ্যে সার্বিক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সব হজ এজেন্সিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সচিব জানান, ইতোমধ্যেই বিজনেস অটোমেশন আইটি প্রতিষ্ঠানের মাধ্যমে হজ নিবন্ধন সম্পন্নকারী হজযাত্রীদের তথ্যউপাত্ত সৌদি আরবে পাঠানোর কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ করার অনুমোদন দিয়েছে সৌদি সরকার। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ