বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হজযাত্রী নিবন্ধন : ঢাকা বিভাগে সর্বোচ্চ বরিশালে সর্বনিম্ন

চলতি বছরের হজ নিবন্ধন কার্যক্রম আগামীকাল রোববার (৩০ এপ্রিল) শেষ হচ্ছে। প্রাক নিবন্ধন ও নানা জটিলতায় একাধিকবার তারিখ পরিবর্তনের ফলে নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে সংশয়ের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তা সুষ্ঠুভাবে হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম সচিব মো. আবদুল জলিল।

শনিবার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইতোমধ্যেই বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৩ হাজার ৭৪২ জন ও সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৬৭২ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এছাড়া হজ গাইড ও মোয়াল্লেম ব্যবস্থাপনায় ২১৩ জনের নিবন্ধন আগামীকালের মধ্যেই শেষ হচ্ছে বলে জানান তিনি।

জানা গেছে, চলতি বছরের হজ নিবন্ধনে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫ হাজার ৬১৫ জন ও বরিশাল বিভাগ থেকে সর্বনিম্ন চার হাজার ৭৯৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। অন্যান্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম থেকে ২৬ হাজার ২৬১, রাজশাহী থেকে ১৮ হাজার ১৭৪, খুলনা থেকে ৮৩৫৩, রংপুর থেকে ৭৪২৯ ও ময়মনসিংহ বিভাগ থেকে ৬৭৮৮ জন নিবন্ধন করেছেন।

ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলা থেকে সর্বোচ্চ ২৫ হাজার ৬১৪ জন নিবন্ধন করেন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ১০ হাজার ১০৩ জন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার তিন হাজার ৪৫৭ জন, রাজশাহী বিভাগের বগুড়া জেলার তিন হাজার ৪০১ জন, খুলনা বিভাগের খুলনা জেলার দুই হাজার ৩৬ জন, রংপুর বিভাগের দিনাজপুর জেলার এক হাজার ৮৯৪ জন ও বরিশাল বিভাগের বরিশাল জেলার এক হাজার ৬১৪ জন নিবন্ধন করেন।

শনিবার সঙ্গে হজ নিবন্ধনের সার্বিক বিষয় নিয়ে আলাপকালে ধর্ম সচিব মো. আবদুল জলিল বলেন, সৌদি সরকারের নির্দেশনা অনুসারে ২৮ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে হজ নিবন্ধন সংক্রান্ত সব তথ্য-উপাত্ত পাঠানোর কথা থাকলেও নিবন্ধন জটিলতার কারণে নির্ধারিত সময়ে তা পাঠানো সম্ভব হয়নি।

তাহলে কীভাবে ৩০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করার সুযোগ দেয়া হলো এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ছাড়াও ভারত ও মিশরসহ বেশ কিছু দেশ নিবন্ধন সংক্রান্ত একই ধরনের জটিলতার সম্মুখীন হওয়ায় সৌদি সরকার ৩০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করে।

নির্ধারিত সময়ের মধ্যে সার্বিক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সব হজ এজেন্সিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সচিব জানান, ইতোমধ্যেই বিজনেস অটোমেশন আইটি প্রতিষ্ঠানের মাধ্যমে হজ নিবন্ধন সম্পন্নকারী হজযাত্রীদের তথ্যউপাত্ত সৌদি আরবে পাঠানোর কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ করার অনুমোদন দিয়েছে সৌদি সরকার। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত