রবিবার, আগস্ট ২৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হজযাত্রী নিবন্ধন : ঢাকা বিভাগে সর্বোচ্চ বরিশালে সর্বনিম্ন

চলতি বছরের হজ নিবন্ধন কার্যক্রম আগামীকাল রোববার (৩০ এপ্রিল) শেষ হচ্ছে। প্রাক নিবন্ধন ও নানা জটিলতায় একাধিকবার তারিখ পরিবর্তনের ফলে নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে সংশয়ের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তা সুষ্ঠুভাবে হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম সচিব মো. আবদুল জলিল।

শনিবার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইতোমধ্যেই বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৩ হাজার ৭৪২ জন ও সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৬৭২ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এছাড়া হজ গাইড ও মোয়াল্লেম ব্যবস্থাপনায় ২১৩ জনের নিবন্ধন আগামীকালের মধ্যেই শেষ হচ্ছে বলে জানান তিনি।

জানা গেছে, চলতি বছরের হজ নিবন্ধনে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫ হাজার ৬১৫ জন ও বরিশাল বিভাগ থেকে সর্বনিম্ন চার হাজার ৭৯৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। অন্যান্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম থেকে ২৬ হাজার ২৬১, রাজশাহী থেকে ১৮ হাজার ১৭৪, খুলনা থেকে ৮৩৫৩, রংপুর থেকে ৭৪২৯ ও ময়মনসিংহ বিভাগ থেকে ৬৭৮৮ জন নিবন্ধন করেছেন।

ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলা থেকে সর্বোচ্চ ২৫ হাজার ৬১৪ জন নিবন্ধন করেন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ১০ হাজার ১০৩ জন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার তিন হাজার ৪৫৭ জন, রাজশাহী বিভাগের বগুড়া জেলার তিন হাজার ৪০১ জন, খুলনা বিভাগের খুলনা জেলার দুই হাজার ৩৬ জন, রংপুর বিভাগের দিনাজপুর জেলার এক হাজার ৮৯৪ জন ও বরিশাল বিভাগের বরিশাল জেলার এক হাজার ৬১৪ জন নিবন্ধন করেন।

শনিবার সঙ্গে হজ নিবন্ধনের সার্বিক বিষয় নিয়ে আলাপকালে ধর্ম সচিব মো. আবদুল জলিল বলেন, সৌদি সরকারের নির্দেশনা অনুসারে ২৮ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে হজ নিবন্ধন সংক্রান্ত সব তথ্য-উপাত্ত পাঠানোর কথা থাকলেও নিবন্ধন জটিলতার কারণে নির্ধারিত সময়ে তা পাঠানো সম্ভব হয়নি।

তাহলে কীভাবে ৩০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করার সুযোগ দেয়া হলো এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ছাড়াও ভারত ও মিশরসহ বেশ কিছু দেশ নিবন্ধন সংক্রান্ত একই ধরনের জটিলতার সম্মুখীন হওয়ায় সৌদি সরকার ৩০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করে।

নির্ধারিত সময়ের মধ্যে সার্বিক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সব হজ এজেন্সিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সচিব জানান, ইতোমধ্যেই বিজনেস অটোমেশন আইটি প্রতিষ্ঠানের মাধ্যমে হজ নিবন্ধন সম্পন্নকারী হজযাত্রীদের তথ্যউপাত্ত সৌদি আরবে পাঠানোর কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ করার অনুমোদন দিয়েছে সৌদি সরকার। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা