হজ থেকে ফেরার পর তাহসানের ব্যস্ততা

নিজের কণ্ঠের জাদুতে অনেক আগে থেকেই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন তাহসান। এরপর নতুনভাবে অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করেন তিনি। তারকা তাহসান ব্যক্তি জীবনে খুবই ধর্মপরায়ণ। প্রথমবারের মত হজ পালন করে দেশে ফিরেছেন গত মাসের গোড়ার দিকে। এসেই আবার ব্যস্ত হয়ে পড়েছেন নিজের কাজ নিয়ে।
গত ২৭ অক্টোবর জাগো রেডিও (৯৪.৪ এফ এম) তাদের কার্যক্রম শুরু করে। সেদিন রাতে এখানে গান পরিবেশন করেন তাহসান। এরপর ২৮ অক্টোবর চট্টগ্রামে শো তে অংশ নেন তিনি। সামনে আছে তার আরও কয়েকটি গানের শো। ২০ নভেম্বর সিলেটে, ২৮ নভেম্বর ঢাকা এবং ৩০ নভেম্বর চট্টগ্রামের একটি শো তে অংশ নেবেন তাহসান।
গানের পাশাপাশি কিছু সামাজিক কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তাহসান। হজ পালন শেষে দেশে ফিরেই ১৬ অক্টোবর একটি বিজনেস ফেস্টিভেলে অংশ নেন তিনি। এরপর ব্লাড ডোনেশন ফাউন্ডেশন ‘বাঁধন’ এর বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন গত ২০ অক্টোবর। তবে আপাতত নতুন কোন গান কিংবা নাটকের কাজ নেই বলে জানান তিনি।
তাহসান বলেন, ‘আপাতত কোন নতুন নাটক কিংবা গানের কাজ করছি না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি কিছু স্টেজ শো এবং সামাজিক কাজ নিয়েই এখন আমার ব্যস্ততা।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন