হট রাধিকা এবার শর্ট ফিল্মে

রাধিকা আপ্তে বরাবরই জরা হট্কে। ভয়ডরহীন, স্পষ্টবাদী। মনের কথা মুখে আনতে বেশি দেরি করেন না। নানা সামাজিক বিষয়েই সরব তিনি। এ বার রাধিকা সওয়াল করলেন শর্ট ফিল্মের হয়ে। বলিউডের অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে শর্ট ফিল্মও থাকা উচিত বলে মত রাধিকার।
চিরাচরিত বলি-হিরোইনদের ধাঁচে নন, কেরিয়ারে একের পর এক ঝুঁকি নিয়েছেন রাধিকা। থিয়েটারের আঙিনা ছাড়িয়ে বলিউডে পা রাখার পর সেখানেই টিকে থাকেননি। বরং বেশ ঝুঁকি নিয়েই পা রেখেছেন বাংলা, মরাঠি, তামিল, তেলুগু ফিল্মে। সফলও হয়েছেন। সুজয় ঘোষের শর্ট ফিল্ম ‘অহল্যা’য় তো তিনি খুব ভাল কাজ করেছেন।
রাধিকা মনে করেন, স্বল্পদৈর্ঘ্যের ফিল্মের শিল্পীদের প্রাপ্য পরিচিতি মেলে না। তা ছাড়া, বলিউড সব ধরনের শিল্পীদেরই তো পুরস্কার জোটে। কেবলমাত্র শর্ট ফিল্মের কলাকুশলীরাই নাকি কল্কে পান না। রাধিকার মতে, ফিল্মি অ্যাওয়ার্ডে শর্ট ফিল্মের মতো আরও একটা ক্যাটেগরি যোগ হলে এর জনপ্রিয়তা বাড়বে। আর দেশীয় দর্শকেরাও বিভিন্ন বিষয়ের ফিল্ম দেখতে পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন