হঠাৎ ইরান কেন আক্রমণ করতে গেল পাকিস্তানকে?
পাকিস্তানের সত্যিই এখন বড় দুঃসময়। বিপদ এখন একাধিক দিক থেকে গ্রাস করেছে পাকিস্তানকে। ভারত যেদিন সীমান্ত পেড়িয়ে গুঁড়িয়ে দিল পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি, ঠিক সেদিনই ইরানও আক্রমণ হানল পাকিস্তানের উপর। ২৮ তারিখ গভীর রাতে ভারত সার্জিক্যাল অ্যাটাক করেছিল পাক ভূখণ্ডের পূর্ব প্রন্তে, আর ইরান মর্টার আক্রমণের জন্য বেছে নিয়েছিল পাকিস্তানের পশ্চিম প্রান্তকে। এই জোড়া আক্রমণে কার্যত পাক কর্তাদের এখন রাতের ঘুম চলে গিয়েছে।
ইরান মূলত আক্রমণ করেছে বালুচিস্তান এলাকায়। বালুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপত্রের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “বালুচিস্তানর পাঞ্জগুর জেলায় মর্টারগুলো এসে পড়ে। মর্টার ছুঁড়েছে ইরান বর্ডার গার্ডস।”
কিন্তু হঠাৎ ইরান কেন আক্রমণ করতে গেল পাকিস্তানকে? কারণ, ইরানের সঙ্গে পাকিস্তানের মোট সীমান্ত এলাকার পরিমান ৯০০ কিলোমিটার এবং দীর্ঘদিন ধরে ইরানের অভিযোগ ছিল যে পাকিস্তানের মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধেও জঙ্গি কার্যকলাপ চলছে। ইরানের পক্ষ থেকে বারংবার পাক সরকারকে জঙ্গি নিয়ন্ত্রনের জন্য বার্তা পাঠানো হলেও, আদপে কাজের কাজ কিছুই হয়নি, তাই এই আক্রমণ। উল্লেখ্য, ২০১৪ সালে পাক ও ইরান যৌথভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা চুক্তি সই করে। কিন্তু সেই চুক্তি যে কার্যক্ষেত্রে কোনও ছাপই ফেলেনি এদিনের ঘটনায় তা স্পষ্ট।
ইরানের এই মর্টার হামলায় কোনও প্রাণহানি না ঘটলেও চূড়ান্ত সতর্ক হয়ে গিয়েছে পাক প্রশাসন। তারা এখন কার্যত সেনা নজরদারি বাড়িয়ে আত্মরক্ষার চেষ্টা করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন