হঠাৎ একি হলো মুশফিকের!
বেশ কিছুদিন থেকেই আলোচনা হচ্ছে মুশফিকুর রহিমের উইকেট কিপিং নিয়ে। কেপিংটা ছেড়ে দিয়ে তাঁর এখন উচিত ব্যাটিং আরো বেশি মনোযোগ দেওয়া, এমনটা অনেকেই বলছেন। বাংলাদেশ টেস্ট অধিনায়ক এতসব সমালোচনায় কর্ণপাত না করে তাঁর জায়গায় অনড় রয়েছেন। উইকেটের পেছনে দাঁড়াচ্ছেন, আর হরহামেশা করছেন ভুল।
হায়দরাবাদে চলমান টেস্টের কথাই ধরা যাক, দুদিনে দুটি বড় ভুল করেছেন মুশফিক, যা একেবারেই অমার্জনীয়। প্রথম দিনে একটি ক্যাচ মিস করেছেন এবং দ্বিতীয় দিনে একটি সহজ স্টাম্পিং করতে না পেরে সমালোচনার মুখে পড়েন তিনি।
ভারতীয় ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা তখন মাত্র চার রান নিয়ে ব্যাট করেছেন। ঠিক তখন স্পিনার তাইজুল ইসলামের বলে এগিয়ে খেলতে গিয়ে ব্যাট ছোঁয়াতে পারেননি তিনি, স্টাম্পিংয়ের সহজ সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশের অধিনায়ক।
এতটা সময় পেলেন মুশফিক অথচ দুবার চেষ্টা করেও গ্লাভস দিয়ে উইকেট ভাঙতে পারেননি। তৃতীয়বার যখন পারলেন, ততক্ষণে বেঁচে গেছেন ঋদ্ধিমান! সেই তিনিই শেষ পর্যন্ত করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
এর আগে গতকাল প্রথম দিনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে অযথা একটি রিভিউর আবেদন করেন মুশফিক, যা নিয়ে কম সমালোচনা হয়নি। তাইজুলের বলটা ব্যাটের মাঝেই খেললেন কোহলি। সাকিব-মমিনুলদের দিকে মুশফিক ফিরে তাকালেও তাঁরাও রিভিউ নিতে উৎসাহিত করলেন না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এলবিডাব্লিউর আপিল করে বসলেন মুশফিক। তাঁর এই কাণ্ড দেখে হেসে ফেললেন কোহলি।
উইকেট কিপিংয়ে ব্যর্থতা এবং অধিনায়ক হিসেবে এমন সব অপরিপক্ব সিদ্ধান্ত নেওয়ায় প্রশ্ন উঠেছে, কী হলো মুশফিকের। এবার কি তাঁকে নিয়ে ভাবতে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে।
পারফরম্যান্সের বিবেচনায় ব্যাটসম্যান হিসেবে মুশফিক এমনিতেই জাতীয় দলে জায়গা পান। তবে এখন সময় এসেছে তাঁর, উইকেট কিপিংটা নতুদের ছেড়ে দেওয়া। তাহলে আরো নির্ভার হয়ে ব্যাটিং করতে পারবেন দলের অন্যতম এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন