মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হঠাৎ কেন এমন করছেন রোনালদো ?

যে ফুটবলার গত কয়েক মৌসুমে প্রতি ম্যাচে বলে বলে গোল করেছেন তাঁর হঠাৎ কী হল? গোল পাচ্ছেন না। রেগেমেগে বিপক্ষ ডিফেন্ডারকে লাথি মারছেন। তাহলে কি রিয়ালে আর থাকতে চান না বলেই সেরাটা দেওয়া বন্ধ করে দিয়েছেন রোনালদো? প্রশ্ন ওঠা কিন্তু স্বাভাবিক।

বছরের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে বহু বার কটাক্ষের মুখে এসেছেন সিআর সেভেন। পর্তুগিজ মহাতারকাকেই দায়ী করা হয়েছিল রিয়াল মাদ্রিদে রাফায়েল বেনিতেজের চাকরি হারানোর জন্য।

নতুন কোচ এ বার জিনেদিন জিদানের অধীনেও যেন ভাগ্য খুব একটা পাল্টাচ্ছে না রোনালদোর। রিয়াল বেটিস ম্যাচ ১-১ ড্র করে রিয়াল মাদ্রিদ। যে ম্যাচে গোল করা তো দূর, গোলের সুযোগও তেমন তৈরি করতে পারেননি রোনালদো। বরং দ্বিতীয়ার্ধে খারাপ করার কারণে শিরোনামে এলেন।

ঘটনাটা কী? গোল করতে না পেরে চটে ছিলেন রোনালদো। আর সেই রাগ তিনি উগরে দেন বিপক্ষ ডিফেন্ডার ফ্রান্সিসকো মোলিনেরোকে লাথি মেরে।

রেফারির নজর এড়িয়ে গেলেও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের নজর এ়ড়াতে পারেনি ঘটনাটা। বিভিন্ন ভিডিওতে ধরা পড়েছে রোনালদোর লাথি। ঠিক এক সপ্তাহ আগেই স্পোর্টিং গিজন ম্যাচেও নাচো কেসেসকে লাথি মারতে দেখা যায় রোনালদোকে।

বেঞ্জিমার গোলে ম্যাচ ড্র করে রিয়াল। কিন্তু ফের লাথি-বিতর্কে প্রশ্নের মুখে পড়তে হয় রোনালদোকে।

ইচ্ছে করে তিনি লাথি মারেননি। সেই কথা জানিয়ে রোনালদো বলেন, ‘আমি জেনেশুনে লাথি মারিনি। সত্যিকারের মারলে মোলিনেরো দাঁড়াতেই পারত না। আর আমি কোনও দিন ইচ্ছে করে মারিনি, মারবও না।’

রিয়াল মহাতারকা যাই বলুন না কেন, বেটিস ডিফেন্ডার মোলিনেরো বলছেন, ‘রোনালদো খুব খারাপ করল। ও রকমভাবে ওর পা চালানো উচিত হয়নি। আমি নিজেও অনেক ফাউল করি।

কিন্তু তখন বলটাই ছিল না আমার কাছে। তাও ও এ রকম করল।’ রোনালদোর এই ঘটনার পরে স্প্যানিশ ফেডারেশন কোনও কঠিন পদক্ষেপ নেবে কি না সেটা সময়ই বলবে। কিন্তু সিআর সেভেনের আরও একটা নব্বই মিনিট গোল-খরার পরে অবশ্য তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে স্প্যানিশ প্রচারমাধ্যম।

প্রথম বার তাঁর অধীনে পয়েন্ট নষ্ট করে লা লিগার দৌড়ে পিছিয়ে পড়ল রিয়াল। তাতে অবশ্য চিন্তিত নন কোচ জিদান। তিনি বলেন, ‘আমরা সঠিক পথে এগোচ্ছি। দু’পয়েন্ট নষ্ট করা অবশ্য খুব খারাপ। কিন্তু এই ম্যাচটা ভুলে যেতে হবে। এখনও অনেক ম্যাচ বাকি। দল খুব একটা খারাপ খেলেনি। শেষ পর্যন্ত লা লিগার জন্য লড়াই হবে।’

জিদান এখনও তাঁর ‘স্টার-প্লেয়ারের’ উপর ভরসা রাখলেও রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ধৈর্য হারিয়ে ফেলেছেন। রোনালদোর উপর এতটাই রেগে রিয়াল প্রেসিডেন্ট যে, মরক্কোয় সিআর সেভেনের প্রিয় বন্ধু বাদার হরির সঙ্গে দেখা করাতেও নিষেধাজ্ঞা জারি করে দিলেন পেরেজ।

কিছু দিন আগেই কিকবক্সার হরির সঙ্গে সমকামি বিতর্কে জড়িয়েছেন রোনালদো। নিজের প্রিয় বন্ধুর সঙ্গে নববর্ষের পার্টিও করেছিলেন তিনি। পেরেজের মতে, এত ঘনঘন মরক্কো যাওয়ার জন্যই পারফরম্যান্সে ক্ষতি হচ্ছে রোনালদোর।

পেরেজ মরক্কোয় নিজের ঘনিষ্ঠমহলকে সতর্ক করে দিয়েছেন। বিশেষ করে মরক্কোর রাজা মহম্মদ সিক্স-কে। যদি রোনালদোকে দেখা যায়, যেন সঙ্গে সঙ্গে পেরেজকে জানানো হয়।

ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে প্রতিটা অনুশীলন সেশনের পরেই নাকি নিজের ব্যক্তিগত বিমানে মরক্কো উ়ড়ে যাচ্ছেন রোনালদো। আগে মাসে দু’বার গেলেও এখন সোম থেকে বৃহস্পতি নিয়মিত যান।

এর মাঝেই আবার প্রশ্ন উঠছে, বিখ্যাত মডেল ও অভিনেত্রী কিম কারদাশিয়ানের ছোট বোন কেন্ডেল জেনারের প্রেমে পড়েছেন কি রোনালদো? অন্তত সিআর সেভেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলে সে রকমটা মনে হতেই পারে।

কেন্ডেলের প্রায় প্রতিটা ছবিতেই ‘লাইক’ করেছেন রোনালদো। কেন্ডেলের বয়ফ্রেন্ড থাকলেও সিআর সেভেনের বড় সমর্থক তিনি। আর সন্দেহটা সে কারণেই!

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির