হঠাৎ রক্তাক্ত এবি ডি’ ভিলিয়ার্স! কিন্তু কেন? কি হয়েছে?

আরসিবি শিবির থেকে অবশ্য এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। সে য়াই হোক না কেন, এবি এখন ভালই আছেন। ফাইনালে অন্য অবতারে ধরা দেবেন তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে একার হাতে ফাইনালে তোলার পরে এবি ডি’ভিলিয়ার্সের রক্তারক্তি কাণ্ড। উইনিং স্ট্রোকের পরেই ডাগ আউট থেকে দৌড়ে এসে এবিডি-র উপরে ঝাঁপিয়ে পড়েন রয়্যাল চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা।
এবিডি-র হেলমেট তখন শূন্যে। সতীর্থ চাহালের ধাক্কায় তাঁর থুতনি ফেটে যায়। পরে অবশ্য চাহাল ক্ষমা চেয়ে নেন এবি-র কাছে। কিন্তু সত্যি কি এবি-র থুতনি ফেটে যায়? আরসিবি শিবির থেকে অবশ্য এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি। সে য়াই হোক না কেন, এবি এখন ভালই আছেন। ফাইনালে অন্য অবতারে ধরা দেবেন তিনি।
গুজরাত লায়ন্স ম্যাচে রান পাননি বিরাট কোহলি। ম্যাচটা জিতবেন নাকি হেরে যাবেন, তা নিয়ে সংশয়ে ছিলেন আরসিবি ক্যাপ্টেন। স্টুয়ার্ট বিনি আউট হয়ে ফেরার পরে নিজেকে আর শান্ত রাখতে পারেননি বিরাট।
ছুটে চলে যান চতুর্থ আম্পায়ারের কাছে। আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। সেই সময় আগ্রাসী দেখাচ্ছিল বিরাটকে। ম্যাচ জেতার পরে সবকিছু ভুলে যান কোহলি। এবিকে প্রশংসায় ভরিয়ে দেন আরসিবি ক্যাপ্টেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন