হতবাক করলো ‘ফাঁকা’ শোলাকিয়া
একেতো অঝর ধারায় বৃষ্টি, তার ওপর দুই মাস আগে ঈদুল ফিতরে মাঠের অদূরে জঙ্গি হামলার তিক্ত অভিজ্ঞতা। এসব কারণে ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানকে অচেনা লেগেছে সবার কাছেই। দেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দানে মাঠে নামাজ পড়েছেন অল্প কিছু মুসল্লি। তাদের চেয়ে নিরাপত্তাকর্মীর সংখ্যাই ছিল কয়েকগুণ।
শত বছর ধরেই এই ময়দানে হয়ে আসা ঈদের জামাতে এত কম লোক কখনও দেখেনি কিশোরগঞ্জবাসী। ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় লোক সমাগম এমনিতে কিছুই কমই হয়, তাই বলে মাঠ কখনও এতটা ফাঁকা থাকে না।
দেশের সবচেয়ে বড় ঈদগাহে নামাজ পড়তে দেশের বিভিন্ন এলাকা তো বটেই দেশের বাইরে থেকেও আসে মুসল্লিরা। সেই পৌনে দুইশ বছর আগে প্রথম জামাতেই সোয়া লাখ লোক হয়েছিল বলেই মাঠের নাম শোলাকিয়া হয়েছে বলে বলা হয়ে থাকে। সেখানে মাঠের এমন চিত্র এবার অবাক করেছে স্থানীয়দের।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কড়া নিরাপত্তার মধ্য দিয়েই মাঠে গিয়েছেন মুসল্লিরা। এবারের ১৮৯ তম ঈদুল আজহার জামাতে ইমামতি করেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাত শুরু হয় সকাল ৯ টায়।
তবে গত ঈদে মাঠের কাছে জঙ্গি হামলার প্রভাবেই মাঠ শূন্য ছিল কি না তা অবশ্য বোঝার উপায় নেই। কারণ কিশোরগঞ্জে গত রাত থেকেই প্রবল বর্ষণ হচ্ছিল। মাঠে ছাউনি না থাকায় এই বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে নামাজ পড়া কঠিন। এ কারণে আশেপাশের মসজিদে এবার সকালে মুসল্লিদের ভিড় হয় অন্যান্য বছরের চেয়ে কম।
শোলাকিয়ায় নামাজ আদায় করবেন ভেবে যারা অন্য জেলা থেকে সেখানে নিয়েছিলেন তারা অবশ্য বৃষ্টি উপেক্ষা করেই নামাজ আদায় করেছেন মাঠে। এই সংখ্যাও এবার ছিল একেবারেই নগন্য। ঈদের দিন মুসল্লিদের যাতায়াতের জন্য যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয় সেগুলো চলেছে বটে, তবে ছিল প্রায় যাত্রীশূন্য।
শোলাকিয়া মাঠের এমন অবস্থা দেখে একজন মুসল্লি বলেন, ‘ঈদুল আজহায় মানুষের সংখ্যা কম হয় সত্য, কিন্তু এতটা কম হবে, সেটা কল্পনাতেও ছিল না। এর আগেও ঈদের দিন বৃষ্টি হয়েছে। কিন্তু এত কম মানুষ এখানে নামাজ পড়েনি কখনও।’
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি আজিমউদ্দিন বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘কোরবানির ঈদে এমনিতেই মুসল্লি কম থাকে। তার ওপর প্রবল বৃষ্টির কারণে এবারও আরও কম মানুষ এসেছে।’
ঈদুল ফিতরে জঙ্গি হামলার অভিজ্ঞতার কারণে এবার শোলাকিয়ায় নেয়া হয় নজিরবিহীন নিরাপত্তা। র্যাব-পুলিশ ছাড়াও মাঠে মোতায়েন করা হয় বিজিবি, বসানো হয় সিসি ক্যামেরা। প্রত্যেক মুসল্লিকে তল্লাশি করেই মাঠে ঢুকতে দেয়া হয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘ঈদুল ফিতরের দিন সন্ত্রাসী হামলার কারণে এবার জামাতকে নিরাপদ রাখতে ব্যাপক আয়োজন করা হয়েছিল।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন