হতাশ খুলনা বিএনপি নেতারা
বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন খুলনা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম নুরুল ইসলাম। তবে তিনি বাদ পড়লেও কমিটিতে স্থান পাওয়া অনেকেই হতাশ হয়েছেন।
দল যদি `এক নেতার এক পদ` নীতি অনুসরণ করে তাহলে এই নেতারা খুলনায় নতুন কোনো পদে আসতে পারবেন না। এটাই তাদের হতাশার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে পুরাতন পদে আগের নেতারাই বহাল রয়েছেন। তবে তাদের থেকে নিচের সারির নেতারা স্থান পেয়েছেন ওপরের পদে। খুলনার নতুন কেউই কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি।
তবে নগর বিএনপির এক বিবৃতিতে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, ঘোষিত কমিটিতে বিগত দিনের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটিতে দেখা গেছে, এবারো চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদে আছেন জেলা বিএনপির সভাপতি এম মাজিদুল ইসলাম। নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আছেন সাংগঠনিক সম্পাদকের পদে।
নতুন কেন্দ্রীয় কমিটিতে খুলনার নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপির সাবেক আহ্বায়ক আলী আজগর লবী, মহিলা দলের সাবেক সভানেত্রী সৈয়দা নার্গিস আলী, ড. মামুন রহমান এফসিএ, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তুজা।
আরো রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সেকেন্দার আলী ডালিম ও বর্তমান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। তারা ১৫৬ থেকে ১৬২ নম্বর সদস্য তালিকায় স্থান পেয়েছেন। এর আগের কমিটিতেও তারা এই পদেই ছিলেন।
এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুর বারী হেলাল তথ্য বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের পদে আছেন শরীফ শাহ কামাল তাজ।
কমিটিতে নতুন করে কেউ স্থান না পাওয়া এবং পুরাতনদের পদোন্নতি না হওয়ায় খুলনার নেতাকর্মীরা কিছুটা হতাশ বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
খুলনার ফুলতলা উপজেলার দুটি ভোট কেন্দ্রের তিনটি বুথে ব্যালট বইবিস্তারিত পড়ুন
৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত
ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন
খুলনায় ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা
খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রদলকর্মী আবদুল্লাহবিস্তারিত পড়ুন