হত্যার হুমকিঃ পুলিশ পাহারায় জাফর ইকবাল

হত্যার হুমকি পাওয়ায় পুলিশ পাহারায় আছেন সিলেট শাহজালাল জনপ্রিয় কথাসাহিত্যিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল দম্পতি। আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন।
জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে গেলো বুধবার ড. মুহম্মদ জাফর ইকবালকে তার মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়। সঙ্গে হুমকি দেয়া হয়েছে তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হককেও।
শুক্রবার বিকেলে এ ব্যাপারে তারা সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন শনিবার দুপুরে জানান, মোবাইলে এসএসএস দিয়ে এ দম্পতিকে হত্যার হুমকির ব্যাপারে তারা থানায় জিডি করেছেন। এরপর থেকেই তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাদের বাসভবনে সার্বক্ষণিক পুলিশ পাহারা বসানো হয়েছে।
এদিকে গেলো বুধবার একই নম্বর থেকে এসএমএস’র মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে। হত্যার হুমকি দেয়া হয়েছে মঈনুল আহসান সাবেরকেও।
এ প্রসঙ্গে মঈনুল আহসান সাবের বলেন, আনু মুহাম্মদকে যে নম্বর থেকে ক্ষুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে, সেই একই নম্বর থেকে আজ সন্ধ্যায় আমার কাছে বার্তা এসেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন