হত্যার হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন আফ্রিদির সেই বান্ধবী!

বেশ কিছুদিন আগে ভারতীয় বংশদ্ভুত মডেল অভিনেত্রী আরশি খান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছিলেন, ”আমার সঙ্গে পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির শারীরিক সম্পর্ক আছে। আর সেটা থাকতেই পারে। আমি কার সঙ্গে শোবো, এটাও কি আমাকে প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলে ঠিক করতে হবে!” কিন্তু পাকিস্তান আরশির এমন মন্তব্য মোটেই ভালভাবে মেনে নেয়নি। তাই রীতিমতো আরশির বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। তার বিরুদ্ধে ইসলাম অবমাননার দায়ে শাস্তির দাবি উঠেছে। আর এ নিয়ে আরশি নিজেও এখন কিছুটা ভীত। তাঁকে ট্যুইটারে ফোনে মাঝেমাঝেই হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এমন মন্তব্য করার জন্য। আরশি জানিয়েছেন, তিনি এই কথা সবাইকে জানিয়েছেন। কিন্তু কেউ সাহায্য তো করেইনি, পাশে এসে বলেওনি, যে ভয়ের কোনও কারণ, নেই। তাই ফের ট্যুইট করে পাকিস্তানকে জেগে ওঠার পরামর্শ দিয়েছেন আরশি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন