হত্যার হুমকি, আ.লীগের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে জিডি
ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক সাবেক এমপি আব্দুছ সাত্তারের বিরুদ্ধে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই চেয়ারম্যান।
মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রুহুল আমীন জিডির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল সাবেক এমপি আব্দুছ সাত্তার আসাদের মোবাইল নম্বর থেকে ফোন করে সোহাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. হাবিবুর রহমান পরাজিত হলে আসাদুজ্জামানকে প্রকাশ্য গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।
আসাদুজ্জামান আসাদ বলেন, বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো মুহূর্তে সাবেক এমপির সন্ত্রাসীরা আমি এবং আমার পরিবারের সদস্যদেরকে খুনসহ যেকোনো ক্ষতি সাধন করতে পারে। তাই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।
তবে এ অভিযোগ অস্বীকার করে সাবেক এমপি আব্দুছ সাত্তার বলেন, আসাদকে নৌকার পক্ষে কাজ করতে অনুরোধ করেছেন তিনি। হত্যার হুমকি বানোয়াট অভিযোগ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন