হবিগঞ্জে কৃষক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষক মুক্তাদির হোসেন হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ এই দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পাঁচজন হলেন নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের আনিছ মিয়া, ফরাশ উদ্দিন, বজলু মিয়া, নুর ইসলাম ও জমসের মিয়া। রায় ঘোষণাকালে আনিছ মিয়া ও ফরাস উদ্দিন আদালতে হাজির ছিলেন। অন্যরা পলাতক।
আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ২০ মে বিরোধের জের ধরে আসামিরা একই গ্রামের কৃষক মুক্তাদিরের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান। তাঁরা মুক্তাদিরকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় মুক্তাদিরের ভাই মোশাহিদ বাদী হয়ে ৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলা চলাকালে তিন আসামি মারা যান। আজ মামলার নির্ধারিত তারিখে দুই আসামির উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। আর আসামিপক্ষে ছিলেন খালিকুজ্জামান চৌধুরী।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন