হবিগঞ্জে চেয়ারম্যান পদে লড়ছেন স্বামী-স্ত্রী-দেবর
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নে স্বামী-স্ত্রী-দেবর প্রার্থী হয়েছেন। তিনজনই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৮ মে এই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নিয়ে ওই ইউনিয়নের ভোটারদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।
নির্বাচনে বর্তমান চেয়ারম্যান সৈয়দ আবু নাছিম মো. আলমগীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দিয়েছেন। একই পদে তার স্ত্রী দেওয়ান সালমা বেগম ও দেবর সৈয়দ শামীম আনোয়ারও মনোনয়নপত্র দাখিল করেছেন।
একই পরিবারের তিন সদস্য নির্বাচনে অংশ নেয়ায় তাদের নিয়ে ভোটারদের মাঝে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে।
অপরদিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান বাচ্চু। একই পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন তার ছেলে শেখ মো. মুর্শেদ কামাল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন